সিরিয়ায় হুমকির মুখে রুশ ঘাঁটি, দামেস্কে ইরানি দূতাবাসে হামলা
সিরিয়ায় বিদ্রোহীদের অভিযানের পর প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের সঙ্গে দেশটিতে রাশিয়া ও ইরানের প্রভাবও বড় ধাক্কা খেয়েছে। বিদ্রোহীদের আক্রমণের মুখে রাশিয়ার সামরিক ঘাঁটি হুমকির মুখে পড়েছে এবং ইরানের দূতাবাসও হামলার শিকার হয়েছে।
ইরানের গণমাধ্যম জানিয়েছে, দামেস্কে ইরানি দূতাবাসে হামলা চালানো হয়। ভিডিও ফুটেজে দূতাবাস ভবনের জানালা ভাঙা এবং ভেতরে নথিপত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে। দূতাবাসের দেয়ালে থাকা ইরানের প্রয়াত কমান্ডার কাসেম সোলেমানি এবং হিজবুল্লাহর প্রয়াত নেতা হাসান নাসরুল্লাহর ব্যানার ছিঁড়ে ফেলেছে হামলাকারীরা।
এদিকে, রাশিয়ার হেমেইমিম বিমানঘাঁটি ও তারতুস নৌঘাঁটি মারাত্মক হুমকির মুখে রয়েছে বলে জানিয়েছেন রুশ যুদ্ধবিষয়ক ব্লগাররা। তারতুস রাশিয়ার একমাত্র ভূমধ্যসাগরীয় সরবরাহ কেন্দ্র, যা আফ্রিকার সামরিক কার্যক্রমের সেতুবন্ধ হিসেবেও ব্যবহৃত হয়।
রুশ যুদ্ধবিষয়ক ব্লগার ‘রাইবার’ বলেন, বিদ্রোহীরা থামবে না। তারা রুশ ঘাঁটিগুলো ধ্বংস এবং প্রতিনিধিদের ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে। আরেক ব্লগার ‘ফাইটারবম্বার’ বলেছেন, হেমেইমিম ঘাঁটি হারালে রাশিয়া বিমান হামলা চালানোর সক্ষমতা হারাবে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানান, সিরিয়ায় সন্ত্রাসীদের ঠেকাতে মস্কো তাদের সক্ষমতার সর্বোচ্চ প্রয়োগ করছে, তবে ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে তিনি কোনো অনুমান করতে চান না।