‘কৌন বনেগা ক্রোড়পতি’র সঞ্চালনায় বদল? উঠে আসছে সালমান খানের নাম
ভারতের জনপ্রিয় রিয়ালিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)-এর সঞ্চালনায় বড় পরিবর্তন আসতে পারে বলে জোর গুঞ্জন উঠেছে। বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চনের জায়গায় এবার এই শো সঞ্চালনার দায়িত্ব পেতে পারেন সালমান খান—এমন দাবি উঠেছে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে। যদিও এখনো চ্যানেল কর্তৃপক্ষ কিংবা প্রযোজনা সংস্থা এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
সালমান খান দীর্ঘদিন ধরে ‘বিগ বস’-এর সঞ্চালনার সঙ্গে যুক্ত। তার জনপ্রিয়তা এবং উপস্থাপন-দক্ষতার কারণে অনেকেই চাচ্ছেন তিনি যেন ‘বিগ বস’ ছেড়ে কেবিসির মতো জ্ঞানভিত্তিক শো-তে যুক্ত হন। ভাইজানের ভক্তদের একাংশ এই বদলের পক্ষে মত দিচ্ছেন।
‘কৌন বনেগা ক্রোড়পতি’ ২০০০ সালে শুরু হওয়ার পর থেকেই অমিতাভ বচ্চন একচ্ছত্র সঞ্চালক হিসেবে শোটি এগিয়ে নিয়ে গেছেন। তার ভারী কণ্ঠ, আভিজাত্যপূর্ণ উপস্থিতি এবং দর্শকদের সঙ্গে আন্তরিক যোগাযোগই কেবিসিকে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। যদিও একবার শাহরুখ খানকে দিয়ে একটি সিজনে সঞ্চালনার চেষ্টা করা হয়েছিল, তবে সেটি দর্শকদের মধ্যে সেভাবে প্রভাব ফেলতে পারেনি। ফলে শিগগিরই শোতে ফেরেন অমিতাভ বচ্চন।
তবে এবার যদি সত্যিই সালমান খান এই শোয়ের দায়িত্ব নেন, তাহলে তা হবে ছোটপর্দার রিয়ালিটি জগতের আরেকটি বড় পরিবর্তন। এ ক্ষেত্রে দর্শকদের গ্রহণযোগ্যতা এবং শোটির জনপ্রিয়তা কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়। অমিতাভ বচ্চনের স্থানে অন্য কাউকে মেনে নেওয়া দর্শকদের জন্য কতটা সহজ হবে, তা নিয়েই শুরু হয়েছে আলোচনা।