গ্রিসে ৬.০ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত ইসরায়েলেও
গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে বৃহস্পতিবার (২২ মে) শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.০। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭৭ কিলোমিটার গভীরে সংঘটিত হয় বলে জানায় জার্মান ভূতাত্ত্বিক গবেষণা কেন্দ্র (জিএফজেড)। প্রাথমিকভাবে কম্পনটির মাত্রা ৬.৫ বলা হলেও পরে তা সংশোধন করে ৬.০ করা হয়।
এই ভূমিকম্পের প্রভাব শুধু গ্রিসেই সীমাবদ্ধ ছিল না, কম্পন ছড়িয়ে পড়ে দূরবর্তী দেশ ইসরায়েলেও। দেশটির ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানায়, ইসরায়েলের মধ্যাঞ্চলেও কম্পন অনুভূত হয়েছে। সংবাদমাধ্যম রয়টার্স এবং জেরুজালেম পোস্ট পৃথক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।
তবে এখন পর্যন্ত এই ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া ভূমিকম্পের কারণে কোনো ধরনের সুনামি সতর্কতাও জারি করা হয়নি।
উল্লেখ্য, গ্রিস একটি ভূমিকম্পপ্রবণ অঞ্চল, বিশেষ করে দেশটির দক্ষিণাঞ্চল ও আশপাশের দ্বীপগুলোতে মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প প্রায়ই হয়ে থাকে। এর আগেও ২০২১ সালে ক্রিট দ্বীপে এক ভূমিকম্পে একজন নিহত ও কয়েকজন আহত হন এবং উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়।