টাইমস এর দানশীল ১০০ জনের তালিকায় প্রথমবার মুকেশ ও নীতা আম্বানি
প্রথমবারের মতো টাইম ম্যাগাজিনের প্রকাশিত ‘দানশীল ১০০ ব্যক্তির’ তালিকায় জায়গা করে নিয়েছেন ভারতের শীর্ষ শিল্পপতি মুকেশ আম্বানি ও তাঁর স্ত্রী নীতা আম্বানি। যুক্তরাষ্ট্রভিত্তিক এই প্রভাবশালী সাময়িকী সম্প্রতি এ তালিকা প্রকাশ করে, যেখানে বিশ্বের নানা দেশের দানবীর, সমাজসেবী এবং সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখা ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়।
টাইমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে মুকেশ ও নীতা আম্বানি সমাজকল্যাণমূলক খাতে ৪০৭ কোটি রুপি দান করেছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৮৫ কোটি টাকার সমপরিমাণ। এই অর্থের বড় অংশ ব্যয় হয়েছে ভারতের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে এবং তা কোটি কোটি মানুষের ওপর ইতিবাচক প্রভাব ফেলেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, নারীদের দক্ষতা উন্নয়ন, দৃষ্টিহীনদের চিকিৎসা, টেকসই কৃষি সহায়তা, বিদ্যালয় ও হাসপাতাল নির্মাণের মতো প্রকল্পে এই দম্পতির দানকৃত অর্থ ব্যবহার করা হয়েছে। বিশেষ করে গ্রামীণ কৃষকদের সহায়তায় তারা টেকসই কৃষি উদ্যোগ গ্রহণ করেছেন, মেয়েদের জন্য স্কলারশিপ চালু করেছেন, জল সংরক্ষণ, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা পরিকাঠামো উন্নয়নে নানা কার্যক্রম পরিচালনা করছেন।
টাইম আরও উল্লেখ করেছে, আম্বানি দম্পতির মোট সম্পদের পরিমাণ ১১০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি এবং তাঁরা তাঁদের সেই বিপুল সম্পদের একটি বড় অংশ সমাজকল্যাণে ব্যয় করে যাচ্ছেন, যা তাদের এই তালিকায় স্থান পাওয়ার অন্যতম কারণ।