বৃহস্পতিবার, ২২শে মে, ২০২৫| সন্ধ্যা ৭:১০

জেনিনে কূটনীতিকদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর গুলিবর্ষণ

প্রতিবেদক
staffreporter
মে ২২, ২০২৫ ১:৩৯ অপরাহ্ণ
জেনিনে কূটনীতিকদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর গুলিবর্ষণ

জেনিনে কূটনীতিকদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর গুলিবর্ষণ

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে বিদেশি কূটনীতিকদের লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। ইউরোপীয় ইউনিয়ন, আরব এবং এশীয় দেশগুলোর প্রতিনিধিদের একটি দল জেনিন শরণার্থী শিবিরে মানবিক পরিস্থিতি পর্যালোচনার সময় তারা গুলির মুখে পড়েন। বুধবার (২১ মে) রাতে সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

ঘটনার সময় কূটনীতিকদের ওই দলটি জেনিনে ইসরায়েলি বাহিনীর চার মাসব্যাপী সামরিক অভিযানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন। অভিযানে বহু ফিলিস্তিনি নিহত ও বাস্তুচ্যুত হয়েছেন। যদিও গুলির ঘটনায় কেউ হতাহত হননি, তবে আন্তর্জাতিক মহলে এর তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, কূটনীতিকরা পূর্বনির্ধারিত রুট থেকে সরে গিয়ে একটি ‘নিষিদ্ধ এলাকায়’ প্রবেশ করায় তাদের সতর্ক করতে গুলি চালানো হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, এটি ছিল ‘সতর্কতামূলক গুলি’, কারও উদ্দেশ্য করে সরাসরি নয়। সেনাবাহিনী আরও জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে কথা বলবে এবং ঘটনার তদন্ত সাপেক্ষে কূটনীতিকদের অবহিত করবে।

আল জাজিরার সাংবাদিক হামদাহ সালহুত বলেন, এই ঘটনা পশ্চিম তীরে নিরাপত্তাহীনতার ভয়াবহ বাস্তবতা তুলে ধরেছে। এমনকি কূটনীতিকরাও সেখানে নিরাপদ নন। তিনি জানান, জেনিন, তুলকারেমসহ উত্তর পশ্চিম তীরের বেশ কিছু এলাকাকে ঘিরে চলমান সামরিক অভিযানে ইতোমধ্যে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কূটনীতিকরা যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, তখন হঠাৎ গুলির শব্দ শোনা যায় এবং উপস্থিত সবাই আতঙ্কে আশ্রয় নিতে ছুটে যান। আল জাজিরার ফ্যাক্টচেক ইউনিট “সানাদ” যাচাই করে নিশ্চিত করেছে যে, ঘটনাস্থলের পাশে দু’জন ইসরায়েলি সেনা উপস্থিত ছিলেন এবং তাদের অস্ত্র কূটনীতিকদের দিকেই তাক করা ছিল।

এপি জানিয়েছে, প্রায় ২০ জন কূটনীতিক তখন জেনিনের পরিস্থিতি নিয়ে একটি ব্রিফিংয়ে অংশ নিচ্ছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ত্রাণকর্মী জানান, গুলির উৎস নিশ্চিত হওয়া না গেলেও তাৎক্ষণিক আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ আহত হননি।

ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে “ভয়াবহ অপরাধ” হিসেবে অভিহিত করেছে এবং বলেছে, ইসরায়েলি দখলদার বাহিনী ইচ্ছাকৃতভাবেই অনুমোদনপ্রাপ্ত একটি কূটনৈতিক দলের ওপর সরাসরি গুলি চালিয়েছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ