শুক্রবার, ২৩শে মে, ২০২৫| দুপুর ১:৩৮

নারায়ণগঞ্জ ও সোনারগাঁওয়ের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বৃহস্পতিবার

প্রতিবেদক
staffreporter
মে ২২, ২০২৫ ১১:৫২ পূর্বাহ্ণ
নারায়ণগঞ্জ ও সোনারগাঁওয়ের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বৃহস্পতিবার

নারায়ণগঞ্জ ও সোনারগাঁওয়ের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বৃহস্পতিবার

তিতাস গ্যাস পাইপলাইনের জরুরি সংস্কার কাজের কারণে নারায়ণগঞ্জ ও সোনারগাঁওয়ের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বৃহস্পতিবার (২২ মে)। এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নারায়ণগঞ্জের দৈলেরবাগ, পৌরভবনাথপুর, সাহাপুর, রামকৃষ্ণপুর, উদ্ধবগঞ্জ, বৈদ্যের বাজার, নোয়াইল, ভট্টপুর, অর্জুন্দি, ইছাপারা, হাতকোপা, ত্রিপরদী, বড়নগর, সাদিপুর, বাড়ি মজলিশ, হাবিবপুর, পিরোজপুর, দমদমা, আষাড়িয়ারচর, জৈনপুর, মল্লিকপাড়া, সোনাখালী ও দড়িকান্দি এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

এছাড়া, সোনারগাঁও পৌর এলাকার বিতরণ লাইনের সঙ্গে যুক্ত সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে। তিতাস আরও জানিয়েছে, কাজের সময় আশেপাশের এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।

এই সময়ে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি