বৃহস্পতিবার, ২২শে মে, ২০২৫| রাত ১:৫৩

আইপিডিসি ফাইন্যান্সে চার জেলায় ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ, আবেদন চলবে ৭ জুন পর্যন্ত

প্রতিবেদক
staffreporter
মে ২১, ২০২৫ ৫:৫৫ অপরাহ্ণ
আইপিডিসি ফাইন্যান্সে চার জেলায় ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ, আবেদন চলবে ৭ জুন পর্যন্ত

আইপিডিসি ফাইন্যান্সে চার জেলায় ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ, আবেদন চলবে ৭ জুন পর্যন্ত

আইপিডিসি ফাইন্যান্স পিএলসি সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি দেশের চারটি জেলায় ব্রাঞ্চ ম্যানেজার পদে জনবল নিয়োগ দেবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত ৮ মে এবং আবেদন গ্রহণ চলবে ৭ জুন ২০২৫ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

চাকরির ধরন বেসরকারি এবং পূর্ণকালীন। নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। এর পাশাপাশি মিলবে মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, সপ্তাহে দুই দিন ছুটি, স্বাস্থ্য বিমা, গ্র্যাচুইটি, প্রতি বছর বেতন পর্যালোচনার সুযোগ এবং বছরে দুইটি উৎসব ভাতাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।

ব্রাঞ্চ ম্যানেজার পদে মোট ৪ জন নিয়োগ দেওয়া হবে। পদটির জন্য যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অন্তত ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের বয়স হতে হবে কমপক্ষে ৩০ বছর। শাখা ব্যবস্থাপনার সামগ্রিক কার্যক্রম তত্ত্বাবধানের দক্ষতাও থাকতে হবে। কর্মস্থল হবে বগুড়া, খুলনা, ঢাকা (সাভার) ও নারায়ণগঞ্জ।

বিস্তারিত জানতে এবং আবেদন করতে আগ্রহী প্রার্থীরা আইপিডিসির অফিসিয়াল ওয়েবসাইট https://www.ipdcbd.com ভিজিট করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ৭ জুন ২০২৫।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ