শুক্রবার, ২৩শে মে, ২০২৫| সকাল ৯:০০

‘ওয়ার টু’-এর টিজার প্রকাশ, হৃতিক-জুনিয়র এনটিআর-এর অ্যাকশন ঝড় তুলল দর্শক মহলে

প্রতিবেদক
staffreporter
মে ২১, ২০২৫ ৫:৫৫ অপরাহ্ণ
‘ওয়ার টু’-এর টিজার প্রকাশ, হৃতিক-জুনিয়র এনটিআর-এর অ্যাকশন ঝড় তুলল দর্শক মহলে

‘ওয়ার টু’-এর টিজার প্রকাশ, হৃতিক-জুনিয়র এনটিআর-এর অ্যাকশন ঝড় তুলল দর্শক মহলে

যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ওয়ার টু’-এর টিজার প্রকাশ পেয়েছে এবং তা প্রকাশের পরই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। টিজারে হৃতিক রোশানের অ্যাকশন-ভরা উপস্থিতি এবং দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর-এর সংক্ষিপ্ত ঝলক দর্শকদের মুগ্ধ করেছে। বিশেষ করে, এনটিআর-এর জন্মদিনে টিজার মুক্তি পাওয়ায় তাঁর ভক্তদের মধ্যে দেখা গেছে বাড়তি উচ্ছ্বাস।

টিজারের শুরু থেকেই হৃতিক রোশান দর্শকদের মন জয় করে নিয়েছেন দুর্দান্ত লুক, অ্যাকশন দৃশ্য ও আবেগময় উপস্থিতি দিয়ে। কখনও তাঁকে দেখা গেছে অস্ত্র হাতে শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে, কখনও আবার যুদ্ধক্ষেত্রে রক্তাক্ত অবস্থায় ভয়ংকর দৃষ্টিতে তাকাতে। এমনকি, একটি নেকড়ের সঙ্গে রাজকীয় ভঙ্গিতে হাঁটার দৃশ্যটি টিজারের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।

ছবিতে হৃতিকের সঙ্গে মুখোমুখি হবেন জুনিয়র এনটিআর, যিনি এই স্পাই ইউনিভার্সে নতুন সংযোজন। যদিও টিজারে তাঁর উপস্থিতি সীমিত, অনেকেই ধারণা করছেন, এটি ছবির কাহিনির প্রয়োজনেই করা হয়েছে এবং পূর্ণাঙ্গ রূপ দেখতে অপেক্ষা করতে হবে সিনেমার মুক্তি পর্যন্ত। এর আগে বলিউডে দক্ষিণী তারকারা হাজির হলেও তাঁদের চরিত্র তেমনভাবে বিকশিত হয়নি, তাই ‘ওয়ার টু’তে এনটিআর-এর গুরুত্ব নিয়ে কৌতূহল রয়েই গেছে।

চলমান ভারত-পাক সম্পর্ক এবং জাতীয় নিরাপত্তা প্রেক্ষাপটের মাঝে নির্মিত এই অ্যাকশন ড্রামাটি কতটা প্রাসঙ্গিক হয়ে উঠবে, তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। ২০১৯ সালের সুপারহিট ‘ওয়ার’-এর এই সিক্যুয়েলকে ঘিরে দর্শকদের প্রত্যাশা বেশ উচ্চে। হৃতিকের ‘রাফ অ্যান্ড টাফ’ লুক ভক্তদের মনে দাগ কাটতে শুরু করেছে।

‘ওয়ার টু’ আগামী ১৪ আগস্ট হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পাবে। ইতোমধ্যেই হৃতিক রোশন, জুনিয়র এনটিআরসহ ছবির অন্যান্য তারকারা সোশ্যাল মিডিয়ায় টিজারটি শেয়ার করেছেন। হৃতিকের টিজার পোস্টে তার বর্তমান বান্ধবী সাবা আজাদ এবং প্রাক্তন স্ত্রী সুজান খান নতুন ছবির জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি