রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ১০:০৬

ভারতীয় হাইকমিশনে ইনকিলাব মঞ্চের স্মারকলিপি

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ৭, ২০২৪ ১২:৩১ অপরাহ্ণ

ভারতীয় হাইকমিশনে ইনকিলাব মঞ্চের স্মারকলিপি

ঢাকার বারিধারায় ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি জমা দিয়েছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় সংগঠনের তিন সদস্যের একটি প্রতিনিধি দল পুলিশের সহযোগিতায় হাইকমিশন কার্যালয়ে গিয়ে এই স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ‘আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন কার্যালয়ে ভাঙচুর ও হামলা’, ‘ভারতে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নিপীড়ন’, এবং ‘আজমির শরিফের নিচে শিব মন্দির রয়েছে বলে উচ্ছেদের অপচেষ্টা’ বিষয়ে তীব্র প্রতিবাদ।

পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) তারেক মাহমুদ শান্ত জানিয়েছেন, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে একটি শান্তিপূর্ণ র্যালি শেষে তাদের প্রতিনিধি দল স্মারকলিপি জমা দিয়েছে। নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ইনকিলাব মঞ্চের র্যালিটি গুলশান ২ নম্বর গোলচত্বর থেকে ভারতীয় হাইকমিশনের দিকে যাত্রা শুরু করলে, একশ’ গজ পর পুলিশের ব্যারিকেডে আটকা পড়ে। পরে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে প্রতিনিধি দলকে হাইকমিশনে নিয়ে যাওয়া হয়।

ইনকিলাব মঞ্চের নেতারা দাবি করেন, ভারত সংখ্যালঘুদের ওপর নিপীড়ন চালিয়ে বাংলাদেশকে নিয়ে ভিত্তিহীন তথ্য প্রচার করছে। তারা বলেন, নিজেদের দেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ না করে ভারত বাংলাদেশের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস চালাচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ