‘অপারেশন সিঁদুর’ সিনেমার পোস্টার ঘিরে বলিউডে সমালোচনার ঝড়
পাকিস্তানকে ‘ভিলেন’ হিসেবে উপস্থাপন করে বলিউডে সিনেমা নির্মাণ নতুন নয়। অতীতে ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’, ‘বর্ডার’ ও ‘এলওসি কার্গিল’-এর মতো চলচ্চিত্রগুলো এই ধারা বজায় রেখেছে এবং বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে। সেই ধারাবাহিকতায় এবার বলিউডে আসছে নতুন যুদ্ধভিত্তিক ছবি ‘অপারেশন সিঁদুর’।
কাশ্মিরের পেহেলগামে হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ে। এরপর মধ্যরাতে পাকিস্তানে চালানো ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাকে কেন্দ্র করেই নির্মিত হচ্ছে নতুন এই সিনেমা। বাস্তব এই ঘটনাকে ঘিরে এরইমধ্যে ১৫টি প্রযোজনা সংস্থা ‘অপারেশন সিঁদুর’ নামে নাম রেজিস্ট্রেশন করে ফেলেছে। তার মাত্র ৪৮ ঘণ্টার মাথায় যৌথভাবে সিনেমার প্রথম পোস্টার প্রকাশ করে নিকি ভিকি ভাগনানি ফিল্মস ও দ্য কন্টেন্ট ইঞ্জিনিয়ার।
ছবিটি পরিচালনা করছেন উত্তম মাহেশ্বরী ও নিতিন কুমার গুপ্তা। প্রকাশিত পোস্টারে দেখা যায়, যুদ্ধের পোশাকে এক নারী সেনা নিজের কপালে সিঁদুর দিচ্ছেন। সঙ্গে জ্বলজ্বলে অক্ষরে লেখা— ‘ভারত মাতা কী জয়’। পোস্টারটি প্রকাশের পরই তা নেটদুনিয়ায় ব্যাপক বিতর্কের জন্ম দেয়।
সমালোচকদের অনেকে বলছেন, বলিউড তারকারা যখন প্রকাশ্যে রাজনৈতিক মন্তব্য করতে ভয় পান, তখন এসব সংবেদনশীল ঘটনা নিয়ে সিনেমা বানিয়ে মুনাফা লুটছে প্রযোজকরা। কেউ কেউ ছবির নির্মাতাদের ‘নির্লজ্জ’ ও ‘লোভী’ বলেও আখ্যা দেন। অনেকের আপত্তি, এমন গুরুতর বিষয়ের পোস্টার পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তৈরি করা হয়েছে। ফলে সেটিকে আরও বেশি ‘বাণিজ্যিক’ ও ‘অসম্মানজনক’ বলে মনে করছেন অনেকেই।
সব মিলিয়ে ‘অপারেশন সিঁদুর’ এখন বিতর্ক ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে, যার বাস্তব প্রেক্ষাপট এবং বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন তুলেছেন বহু ভারতীয় দর্শক ও বিশ্লেষক।