শুক্রবার, ১৬ই মে, ২০২৫| রাত ১২:২২

ট্রাম্পের সফরের মাঝেই গাজায় ভয়াবহ হামলা, একদিনেই নিহত ১১৫ ফিলিস্তিনি

প্রতিবেদক
staffreporter
মে ১৫, ২০২৫ ৯:২৭ অপরাহ্ণ
ট্রাম্পের সফরের মাঝেই গাজায় ভয়াবহ হামলা, একদিনেই নিহত ১১৫ ফিলিস্তিনি

ট্রাম্পের সফরের মাঝেই গাজায় ভয়াবহ হামলা, একদিনেই নিহত ১১৫ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বৃহস্পতিবার (১৫ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত একনাগাড়ে ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এ হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ১১৫ জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্যখাত ও সংবাদমাধ্যমগুলো।

ফিলিস্তিনি সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, আজকের হামলার মাত্রা গত কয়েকদিনের তুলনায় অনেক বেশি। নিহতদের মধ্যে নারী, শিশু ও পুরুষ কতজন করে রয়েছে—তা এখনো নির্দিষ্টভাবে জানানো হয়নি।

ইসরায়েলি আগ্রাসনের এ ধারাবাহিকতার মাঝে মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ১৩ মে সফর শুরু করে সৌদি আরব ও কাতার ঘুরে আজ তিনি পৌঁছেছেন সংযুক্ত আরব আমিরাতে। ইসরায়েল এর আগেই হুমকি দিয়েছিল, ট্রাম্পের সফর চলাকালে হামাস যদি যুদ্ধবিরতিতে না যায়, তাহলে তারা গাজায় বড় আকারে অভিযান চালাবে।

সেই হুমকির বাস্তব রূপ দেখা যাচ্ছে গাজার আকাশে-বন্দরে। শুধু আজই নয়, গতকাল বুধবারও ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় প্রায় ১০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছিলেন। আজকের হিসাব সেই সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।

ইতোমধ্যে দুই মাসেরও বেশি সময় ধরে গাজা উপত্যকায় কঠোর অবরোধ আরোপ করে রেখেছে ইসরায়েল। ফলে খাদ্য, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের চরম সংকটে দিন কাটাচ্ছেন গাজার বাসিন্দারা। এই অবরোধে ক্ষুধায় কাতর জনসাধারণের ওপর চলমান হামলা তাদের বেঁচে থাকার শেষ আশাটুকুও কেড়ে নিচ্ছে।

গাজার এই মানবিক বিপর্যয় থামার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। আন্তর্জাতিক মহলের নীরবতায় দখলদারদের হামলা যেন আরও বেপরোয়া হয়ে উঠেছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত