সব আদালতে হেল্পলাইন চালু করলেন প্রধান বিচারপতি
নাগরিকদের হয়রানি ও দুর্নীতি রোধে এবং তথ্য প্রবাহ নিশ্চিত করতে দেশের সব আদালতে হেল্পলাইন সেবা চালু করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। বুধবার সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই সেবার উদ্বোধন করেন।
প্রধান বিচারপতি জানান, জেলা পর্যায়ে হেল্পলাইন সার্ভিস কার্যকর করতে প্রতিটি জেলায় তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হচ্ছে। এই কমিটিতে একজন মনোনীত বিচার বিভাগীয় কর্মকর্তা হেল্পলাইনের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি আরও জানান, প্রতিটি জেলা জজশীপ থেকে প্রতি মাসের সাত তারিখের মধ্যে হেল্পলাইনের কার্যক্রম নিয়ে একটি মাসিক প্রতিবেদন সুপ্রিম কোর্টে পাঠাতে হবে।
হেল্পলাইন পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের পক্ষ থেকে দেশের প্রতিটি জেলা ও দায়রা জজকে একটি মোবাইল ফোন এবং সিম কার্ড সরবরাহ করা হবে। ইতিমধ্যে প্রধান বিচারপতির উদ্যোগে দুটি নম্বর—০১৩১৬১৫৪২১৬ এবং ০১৭৯৫৩৭৩৬৮০—এ হেল্পলাইন সেবা চালু রয়েছে, যা সরাসরি সুপ্রিম কোর্টের সঙ্গে যুক্ত।
এই পদক্ষেপের মাধ্যমে আদালতব্যবস্থায় সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।