পেহেলগাম হামলা ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে মুখ খুললেন পরমব্রত চ্যাটার্জি
কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে কয়েকদিন ধরে চলছিল তীব্র উত্তেজনা। এই প্রেক্ষাপটে ভারত মধ্যরাতে পাকিস্তানে চালায় এক প্রতিক্রিয়ামূলক ক্ষেপণাস্ত্র হামলা, যার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। এই অভিযানের পর থেকেই ভারতের তারকামহলে শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। বলিউড থেকে দক্ষিণী ইন্ডাস্ট্রি, এমনকি ওপার বাংলার গায়ক-অভিনেতারাও জানাচ্ছেন তাদের মতামত। এবার সেই তালিকায় যুক্ত হলেন অভিনেতা পরমব্রত চ্যাটার্জি।
ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে পরমব্রত বলেন, যুদ্ধের পক্ষপাতী কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ হতে পারেন না। তাঁর কথায়, ‘‘যুদ্ধোন্মাদ বা ধর্মোন্মাদ ছাড়া কেউ যুদ্ধ চায় না। কোনো ধর্মের কোনো সম্প্রদায়ের মানুষও যুদ্ধ চায় না। কিন্তু পেহেলগামে যে সন্ত্রাসী ঘটনা ঘটেছে, তার মূল পাকিস্তানে—এটা সবাই জানেন। সেই জায়গা থেকে ভারত এই প্রত্যাঘাত করেছে, এবং সেটি একান্ত প্রয়োজন ছিল।’’
তিনি আরও বলেন, ‘‘এটা কোনো যুদ্ধ নয়, বরং জঙ্গি ঘাঁটিতে এক সুনির্দিষ্ট প্রতিশোধ। সেনাবাহিনী বা সাধারণ মানুষ নয়, কেবলমাত্র জঙ্গি ঘাঁটিগুলিই টার্গেট করা হয়েছে। এমন পরিস্থিতিতে কোনো দেশ যদি প্রতিক্রিয়া না জানায়, সেটাই বরং অস্বাভাবিক মনে হয়।’’
পরমব্রত মনে করেন, এই অভিযান সুপরিকল্পিত এবং সংযত ছিল। তাঁর ভাষায়, ‘‘যেহেতু ভারত অন্য দেশের সীমান্ত পেরিয়ে এই হামলা চালিয়েছে, পাকিস্তান এটিকে যুদ্ধের তকমা দিচ্ছে। তবে প্রকৃতপক্ষে এটি পূর্ণাঙ্গ যুদ্ধ নয়।’’
পরমব্রত আরও বলেন, অতীতেও এমন হামলার পর সংশ্লিষ্ট দেশের জনগণ দল-মত-ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়েছে। পেহেলগামের ঘটনার পরেও ভারতজুড়ে তেমনই প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিরোধী দলগুলোও কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়িয়েছে এবং এই সন্ত্রাসের নিন্দা জানিয়েছে। ‘‘এখানে রাজনীতির কোনো জায়গা নেই। বিভেদের কোনো অবকাশ নেই। আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই পরিস্থিতির মোকাবিলা করতে হবে,’’ বলেন অভিনেতা।