কম খরচে প্রিমিয়াম সুবিধা: ইউটিউব আনছে দুইজনের জন্য নতুন সাবস্ক্রিপশন প্ল্যান
গান শোনা, ভিডিও দেখা, পড়াশোনা বা বিনোদন—ইউটিউব এখন অনেকের জীবনের অংশ। কিন্তু বিজ্ঞাপনবিহীন প্রিমিয়াম সুবিধা পেতে গিয়ে অনেক ব্যবহারকারী সাবস্ক্রিপশন খরচ নিয়ে দ্বিধায় পড়েন। এই দিকটি বিবেচনায় রেখে ইউটিউব এবার চালু করতে যাচ্ছে একটি নতুন, সাশ্রয়ী সাবস্ক্রিপশন প্ল্যান, যেখানে দু’জন ব্যবহারকারী একসাথে প্রিমিয়াম সুবিধা ভাগ করে নিতে পারবেন।
এই নতুন ‘ডুয়ো প্ল্যান’-এ মাত্র ২১৯ টাকার বিনিময়ে দুইজন ব্যবহারকারী ইউটিউব প্রিমিয়ামের সব সুবিধা উপভোগ করতে পারবেন। যেখানে একক প্ল্যানের খরচ ১৪৯ টাকা এবং ফ্যামিলি প্ল্যানের জন্য ২৯৯ টাকা লাগে, সেখানে এই নতুন পরিকল্পনাটি তুলনামূলকভাবে বেশ সাশ্রয়ী।
তবে এই সুবিধা নিতে হলে দু’জনকেই অবশ্যই গুগল অ্যাকাউন্টধারী হতে হবে এবং বয়স কমপক্ষে ১৩ বছর হতে হবে। সেই সঙ্গে, তাদের একই বাড়িতে বসবাস করতে হবে এবং গুগলের পরিবারভুক্ত গ্রুপে (Google Family Group) থাকতে হবে। অর্থাৎ, যুগল, ভাই-বোন কিংবা একই বাসায় থাকা বন্ধুদের জন্য এই প্ল্যানটি বিশেষভাবে উপযোগী।
ইউটিউব জানিয়েছে, অনেক ব্যবহারকারী ফ্যামিলি প্ল্যানে অংশ নিতে পারেন না কারণ তাদের সদস্য সংখ্যা কম। তাই দু’জনের জন্য আলাদা প্ল্যান চালুর মাধ্যমে সেই ব্যবহারকারীদের টার্গেট করতেই এই উদ্যোগ। এতে বিজ্ঞাপনমুক্ত ভিডিও দেখা, ব্যাকগ্রাউন্ডে অডিও চালানো, অফলাইনে ভিডিও ডাউনলোডের সুবিধা পাওয়া যাবে।
বর্তমানে ইউটিউব প্রিমিয়ামের যেসব প্ল্যান রয়েছে সেগুলো হলো:
- ইন্ডিভিজুয়াল প্ল্যান: ১৪৯ টাকা/মাস
- স্টুডেন্ট প্ল্যান: ৮৯ টাকা/মাস
- ফ্যামিলি প্ল্যান (৬ জন পর্যন্ত): ২৯৯ টাকা/মাস
- মিউজিক প্রিমিয়াম (ইন্ডিভিজুয়াল): ১১৯ টাকা/মাস
- মিউজিক ফ্যামিলি প্যাক: ১৭৯ টাকা/মাস
তবে ইউটিউব এখনো এই ডুয়ো প্ল্যানের আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। পরীক্ষামূলকভাবে কিছু ব্যবহারকারী ইতোমধ্যেই এই সুবিধা পাচ্ছেন। সবকিছু ঠিকঠাক চললে এটি শিগগিরই সবার জন্য উন্মুক্ত করা হতে পারে।
প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, কম খরচে দুটি অ্যাকাউন্টে প্রিমিয়াম সুবিধা পাওয়া অনেকের জন্যই একটি আকর্ষণীয় সুযোগ। এটি চালু হলে ইউটিউবের সাবস্ক্রিপশন ভিত্তিক ব্যবহারকারীর সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।