পেহেলগাম হামলার জেরে ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে, দেশে দেশে পাল্টা প্রতিক্রিয়া
জম্মু-কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা কার্যত যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছেছে। বুধবার মধ্যরাতে ভারতের সামরিক বাহিনী পাকিস্তানের অন্তত ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, যা দুই দেশের মধ্যে সংঘর্ষের এক নতুন মাত্রা তৈরি করেছে। এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দুই দেশের নাগরিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে, কেউ কেউ সমর্থন জানিয়েছেন, কেউ আবার উদ্বেগ প্রকাশ করেছেন।
এই হামলার পর ভারতের বিভিন্ন শহরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর আহমেদাবাদে অনেককে পাকিস্তানবিরোধী স্লোগান ও ব্যানার হাতে মিছিল করতে দেখা গেছে। পূর্বাঞ্চলের ওডিশা রাজ্যের রাজধানী ভূবনেশ্বরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপির সদস্যরা ‘অপারেশন সিঁদুর’-এর প্রতি সমর্থন জানিয়ে মিছিল করেন। এ সময় অনেকের কপালে লাল সিঁদুর পরা ছিল, যা অভিযানটির নামের সঙ্গে প্রতীকীভাবে মিল রাখে।
এই সামরিক অভিযানে মাত্র ২৫ মিনিটে ভারত অন্তত ২৪টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে, যাতে পাকিস্তানে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছে বলে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে পাকিস্তান জানিয়েছে, এই হামলায় তাদের ২৬ জন নাগরিক প্রাণ হারিয়েছেন।
কাশ্মির সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই পক্ষের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনাও ঘটেছে। এতে ভারত-শাসিত কাশ্মিরে অন্তত ১০ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছেন। পাশাপাশি পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। যদিও ভারতের কর্মকর্তারা স্বীকার করেছেন, জম্মু-কাশ্মিরে তিনটি বিমান বিধ্বস্ত হয়েছে।
দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে এ ধরনের সামরিক উত্তেজনা দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে উঠছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।