আফতাবনগরের কিছু অংশে পশুর হাট বসানোর ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা
আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীর বাড্ডা ইস্টার্ন হাউজিংয়ের আফতাবনগরের দুটি ব্লক এবং স্যানভ্যালির সংলগ্ন এলাকায় অস্থায়ী পশুর হাট বসানোর অনুমতি দেওয়া যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার বেঞ্চ এই স্থগিতাদেশ দেন, যা স্থানীয় এক বাসিন্দার করা রিটের পরিপ্রেক্ষিতে দেওয়া হয়।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আনোয়ার হোসেন (হুসাইন আনোয়ার) ও মোহাম্মদ আলী খান। আইনজীবী আনোয়ার হোসেন জানান, ইস্টার্ন হাউজিং একটি ব্যক্তি মালিকানাধীন আবাসিক এলাকা যেখানে সিটি করপোরেশনের কোনো জমি নেই। এখানে বিপুলসংখ্যক মানুষের বসবাস ছাড়াও রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। অস্থায়ী পশুর হাট বসালে এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা থেকেই রিটটি করা হয়।
উল্লেখযোগ্যভাবে, গত ২৯ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশন যে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে, তাতে বাড্ডা ইস্টার্ন হাউজিংয়ের আফতাবনগরের ব্লক-এম-৪, এম-৫, এন-৪ (লেকের উত্তর পাশের আংশিক) এবং স্যানভ্যালির খালি জায়গায় পশুর হাট বসানোর প্রস্তাব করা হয়েছিল।
এছাড়া, এর আগের দিন রোববার হাইকোর্ট দক্ষিণ সিটির আফতাবনগরের অংশেও ঈদুল আজহাকে কেন্দ্র করে অস্থায়ী পশুর হাট বসানোর ওপর স্থগিতাদেশ দিয়েছিল, অন্য একটি রিটের শুনানি শেষে।