রবিবার, ১১ই মে, ২০২৫| দুপুর ১:১৯

স্কাইপের বিদায়: প্রযুক্তির এক স্মৃতিময় অধ্যায়ের পরিসমাপ্তি

প্রতিবেদক
staffreporter
মে ৫, ২০২৫ ৬:২১ অপরাহ্ণ
স্কাইপের বিদায়: প্রযুক্তির এক স্মৃতিময় অধ্যায়ের পরিসমাপ্তি

স্কাইপের বিদায়: প্রযুক্তির এক স্মৃতিময় অধ্যায়ের পরিসমাপ্তি

একসময় ভিডিও কলিং মানেই ছিল স্কাইপ—অফিস মিটিং হোক বা দূরে থাকা প্রিয়জনের সঙ্গে দেখা করার মাধ্যম, স্কাইপ ছিল সবচেয়ে নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। তবে প্রযুক্তির অবিরাম অগ্রগতির সঙ্গে তাল মেলাতে না পারায় শেষমেশ বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপের যাত্রা। মাইক্রোসফটের ঘোষণা অনুযায়ী, সোমবার থেকেই স্কাইপের পরিষেবা পুরোপুরি বন্ধ হয়ে যাবে।

২০০৩ সালে যাত্রা শুরু করে স্কাইপ। ধীরগতির ইন্টারনেটের যুগেও ভিডিও ও ভয়েস কলের মাধ্যমে এটি যোগাযোগের জগতে বিপ্লব ঘটায়। খুব অল্প সময়েই জনপ্রিয় হয়ে ওঠা এই অ্যাপ ২০১১ সালে ৮.৫ বিলিয়ন ডলারে কিনে নেয় মাইক্রোসফট। সে সময় প্রতিদিন স্কাইপ ব্যবহার করতেন প্রায় ৩ কোটি ৬০ লাখ মানুষ। পরবর্তীতে ডিজাইন পরিবর্তন, নতুন ফিচার যোগ এবং এআই প্রযুক্তি ব্যবহারের পরও আগের জনপ্রিয়তা ধরে রাখতে ব্যর্থ হয় স্কাইপ।

স্কাইপের পতনের পেছনে অন্যতম কারণ ছিল যোগাযোগ প্রযুক্তির দ্রুত রূপান্তর। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, জুম ও গুগল মিটের মতো সহজ ও উন্নত প্ল্যাটফর্ম স্কাইপকে দ্রুত ছাপিয়ে যায়। একই সঙ্গে, মাইক্রোসফটেরই আরেক পরিষেবা ‘টিমস’ কর্পোরেট জগতে জনপ্রিয় হয়ে ওঠে, ফলে স্কাইপ ক্রমেই অপ্রাসঙ্গিক হয়ে পড়ে।

তবে স্কাইপ কেবল একটি অ্যাপ ছিল না, এটি ছিল আবেগের নাম—বিদেশে থাকা প্রিয়জনের সঙ্গে ভিডিও কলে দেখা করা, বন্ধুবান্ধবের সঙ্গে দূরদর্শনের যুগে আড্ডা, অথবা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে ব্যবসার কথা বলা—সব কিছুতেই স্কাইপ ছিল অনন্য। বহু মানুষের জীবনে জড়িয়ে আছে স্কাইপের সঙ্গে কাটানো অসংখ্য মুহূর্ত।

মাইক্রোসফট জানিয়েছে, ব্যবহারকারীদের তথ্য রক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সকল চ্যাট, কনট্যাক্ট এবং তথ্য মাইক্রোসফট টিমসে স্থানান্তরের সুযোগ দেওয়া হয়েছে, যাতে ব্যবহারকারীরা সহজেই তাদের প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করতে পারেন।

প্রযুক্তির ইতিহাসে কিছু নাম চিরস্মরণীয় হয়ে থাকে—স্কাইপ তেমনই একটি নাম। ২২ বছরের পথচলার শেষে বিদায় নিচ্ছে এই প্ল্যাটফর্ম, রেখে যাচ্ছে এক স্মৃতিভরা যুগ, যখন প্রথমবার দূরের মানুষকে কাছের করে তোলা গিয়েছিল একটি ভিডিও কলেই।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ