মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫| রাত ২:৩৬

এস আলমের স্টিল মিল, বিদ্যুৎকেন্দ্র ও ভোজ্যতেল কারখানা নিলামে

প্রতিবেদক
staffreporter
এপ্রিল ২৮, ২০২৫ ১০:১৯ অপরাহ্ণ
এস আলমের স্টিল মিল, বিদ্যুৎকেন্দ্র ও ভোজ্যতেল কারখানা নিলামে

এস আলমের স্টিল মিল, বিদ্যুৎকেন্দ্র ও ভোজ্যতেল কারখানা নিলামে

বাংলাদেশের অন্যতম বড় শিল্পগ্রুপ এস আলম গ্রুপ এর মালিকানাধীন *স্টিল মিল, বিদ্যুৎকেন্দ্র ও ভোজ্যতেল কারখানাসহ ১,১৪৯ শতাংশ জমি *নিলামে তুলেছে ইসলামী ব্যাংক। চট্টগ্রামের খাতুনগঞ্জ করপোরেট শাখার মাধ্যমে এই নিলাম ডাকা হয়েছে।
এ বিষয়ে রবিবার পত্রিকায় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

ব্যাংকের পাওনা ও নিলামের বিস্তারিত

ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ করপোরেট শাখার পাওনা পরিমাণ ২ হাজার ১৮০ কোটি টাকা। এর মধ্যে রয়েছে এস আলম কোল্ড রোলড স্টিল লিমিটেড, এস আলম পাওয়ার জেনারেশন এবং এস আলম ভেজিটেবল অয়েল।
এই প্রতিষ্ঠানগুলোর বিপরীতে ব্যাংকের পাওনার পরিমাণ বৃদ্ধি পেয়ে ২০ এপ্রিল ২০২৫ পর্যন্ত দাঁড়িয়েছে *২ হাজার ১৭৯ কোটি ৯৫ লাখ টাকা। ইসলামী ব্যাংক আইনগতভাবে এই ঋণ আদায়ের জন্য *অর্থঋণ আদালত আইন, ২০০৩ এর ১২(৩) ধারার আওতায় নিলামের উদ্যোগ নিয়েছে।

নিলামে তোলা সম্পত্তির মালিকানাধীন ব্যক্তি ও প্রতিষ্ঠান

এস আলম গ্রুপের এমডি মোহাম্মদ সাইফুল আলম, চেয়ারম্যান আবদুস সামাদ, পরিচালক মোহাম্মদ সাইফুল আলম (এস আলম), *হালিমা বেগম, এবং *স্বতন্ত্র পরিচালক সম্পদ কুমার বসাক ও হাসান ইকবাল।
এছাড়া, এস আলম পাওয়ার জেনারেশনের এমডি মোহাম্মদ শহীদুল আলম, চেয়ারম্যান তৌহিদুল আলম, পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ হাছান ও এখলাসুর রহমান, এবং এস আলম ভেজিটেবল অয়েলের চেয়ারম্যান ফারজানা পারভীন ও এমডি মোহাম্মদ শহীদুল আলম উল্লেখযোগ্য।

ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ হারানোর পর ঋণ পরিশোধে সমস্যা

২০১৭ সালে আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক সিদ্ধান্তে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকে এস আলম গ্রুপ ব্যাংক থেকে এক লাখ কোটি টাকার বেশি অর্থ উত্তোলন করে।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এস আলম গ্রুপ ব্যাংকের নিয়ন্ত্রণ হারায় এবং ঋণ খেলাপির কারণে একে একে নিলামে তোলা হচ্ছে তাদের বিভিন্ন সম্পত্তি।

এস আলম গ্রুপের বিতর্কিত আর্থিক কর্মকাণ্ড

এস আলম গ্রুপের *কর্ণধার মোহাম্মদ সাইফুল আলমকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী *শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে বিবেচনা করা হয়।
ইসলামী ব্যাংক দখলের পর এস আলম গ্রুপ আরও কয়েকটি ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে বিপুল অর্থ উত্তোলন করেছে। এসব ব্যাংকগুলোর মধ্যে রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এবং বাংলাদেশ কমার্স ব্যাংক
এই ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনায় পরিবর্তন আনার পর গ্রুপটি বিপুল অর্থ উত্তোলন করে। সম্পূর্ণ উত্তোলিত অর্থের পরিমাণ ২ লাখ কোটি টাকা ছাড়িয়েছে।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ ব্যাংক এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করেছে এবং ব্যাংকগুলোর ওপর বিশেষ নিরীক্ষা চলছে।
নিরীক্ষা শেষ হওয়ার পর এসব ব্যাংকের ভবিষ্যত সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।

নিলাম ও আদালত প্রক্রিয়া

এস আলম গ্রুপের এই ঋণ খেলাপি ও নিলামের ঘটনাটি দেশের অর্থনৈতিক পরিস্থিতির ওপর বড় প্রভাব ফেলতে পারে। ইসলামী ব্যাংক কর্তৃক নিলামে তোলা সম্পত্তিগুলো নতুন মালিকদের কাছে বিক্রি করা হলে, এস আলম গ্রুপের ব্যবসায়িক সাম্রাজ্য আরো সংকুচিত হয়ে পড়বে

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি