মেসেঞ্জারে এইচডি ছবি ও ভিডিও পাঠানোর সহজ উপায়
ফেসবুক মেসেঞ্জার এখন আর শুধু টেক্সট মেসেজের জন্য সীমাবদ্ধ নয়; এটি আধুনিক যুগের একটি শক্তিশালী যোগাযোগমাধ্যম। এর মাধ্যমে দ্রুত ছবি, ভিডিও ও অডিও আদান-প্রদান করা যায়। তবে বড় সাইজের ছবি ও ভিডিও পাঠানোর সময় অনেক সময় ফাইলের গুণগত মান কমে যায়। এই সমস্যার সমাধান দিতে এসেছে মেসেঞ্জারের নতুন এইচডি ফিচার, যা ব্যবহার করে সহজেই এইচডি মানের ছবি ও ভিডিও পাঠানো যায়। এতে ছবি বা ভিডিও ডাউনলোডের পরও স্পষ্টতা বজায় থাকে, কোনো ঘোলাটে ভাব আসে না।
এইচডি ফিচার ব্যবহার করে একাধিক ছবি ও ভিডিও একসঙ্গে পাঠানো সম্ভব এবং পাঠানো কনটেন্টের সঙ্গে ‘এইচডি’ ব্যাজও যুক্ত থাকবে। এই সুবিধাটি ব্যবহারের জন্য কয়েকটি সহজ ধাপ অনুসরণ করতে হবে।
প্রথমে আপনার স্মার্টফোনে মেসেঞ্জার অ্যাপ চালু করুন। এরপর যে চ্যাটে এইচডি মানের ছবি বা ভিডিও পাঠাতে চান, সেই চ্যাট থ্রেড ওপেন করুন। এরপর নিচের বাম পাশে থাকা গ্যালারি আইকনে ট্যাপ করে আপনার ফোনের গ্যালারি খুলুন। সেখান থেকে আপনার পছন্দের ছবি ও ভিডিও নির্বাচন করুন। একাধিক ফাইলও নির্বাচন করা যাবে। এরপর ডান পাশের ওপরে থাকা ‘এইচডি’ আইকনে ট্যাপ করুন। আইকনটি নীল রঙ ধারণ করলে বুঝবেন ফিচারটি চালু হয়েছে। সবশেষে সেন্ড বাটনে ট্যাপ করলেই এইচডি মানের ছবি ও ভিডিও পাঠানো সম্পন্ন হবে।