বৃহস্পতিবার, ৮ই মে, ২০২৫| ভোর ৫:৩৯

পেহেলগাম হামলাকারীরা এখনও জঙ্গলে লুকিয়ে, এনআইএ’র সন্দেহ

প্রতিবেদক
staffreporter
মে ২, ২০২৫ ২:৫৬ অপরাহ্ণ
পেহেলগাম হামলাকারীরা এখনও জঙ্গলে লুকিয়ে, এনআইএ’র সন্দেহ

পেহেলগাম হামলাকারীরা এখনও জঙ্গলে লুকিয়ে, এনআইএ’র সন্দেহ

পেহেলগামের বৈসরন উপত্যকায় পর্যটকদের ওপর হামলায় জড়িত চার সন্ত্রাসী এখনও দক্ষিণ কাশ্মিরের জঙ্গলে লুকিয়ে আছে বলে সন্দেহ করছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। সেনাবাহিনী ও পুলিশের যৌথ তল্লাশি অভিযানের পরও হামলাকারীদের ধরতে সক্ষম হয়নি নিরাপত্তাবাহিনী।

এনআইএ জানিয়েছে, সন্ত্রাসীরা কয়েক দিনের খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে নিয়ে জঙ্গলে প্রবেশ করেছে এবং তারা এমন যোগাযোগ সরঞ্জাম ব্যবহার করছে যার সঙ্গে কোনো সিম কার্ড যুক্ত নেই। এর ফলে তাদের অবস্থান ট্র্যাক করা কঠিন হয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে, তারা নজরদারির ফাঁক গলে এখনও পালিয়ে থাকতে পারছে।

২ মে আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, হামলার আগে সন্ত্রাসীরা অন্তত তিনটি স্যাটেলাইট ফোন ব্যবহার করেছিল এবং তারা চারটি স্থানে—বৈসরন, আরু উপত্যকা, বেতাব উপত্যকা ও একটি স্থানীয় বিনোদন পার্কে—পূর্ব পর্যবেক্ষণ চালায়। তুলনামূলকভাবে কম নিরাপত্তার কারণে বৈসরন উপত্যকাকে তারা হামলার স্থান হিসেবে বেছে নেয়।

এনআইএ জানায়, হামলার দুই দিন আগেই সন্ত্রাসীরা ওই এলাকায় উপস্থিত ছিল। তদন্তে আটক হওয়া কয়েকজন সহযোগীর কাছ থেকে এই তথ্য পাওয়া গেছে। এনআইএ’র প্রধান সদানন্দ দাটের নেতৃত্বে এই প্রথম বড় আকারে তদন্ত পরিচালনা করা হয়।

অন্যদিকে, এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে দায়ের করা এক আবেদনের শুনানিতে ভারতের সুপ্রিম কোর্ট আবেদনটি খারিজ করে দিয়েছে। আদালত বলেন, এমন আবেদনের মাধ্যমে তদন্ত শুরুর আগেই বাহিনীর মনোবল ভাঙার চেষ্টা করা হচ্ছে। বিচারপতি সূর্য কান্ত মন্তব্য করেন, “আমরা কবে থেকে সন্ত্রাস মামলায় তদন্তে নজরদারির দক্ষতা অর্জন করলাম? জনস্বার্থ মামলার আগে দায়িত্বশীল হন, দেশের প্রতিও আপনাদের দায়িত্ব আছে।”

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত