বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫| রাত ১১:০৫

অপরাধী আ.লীগ নেতাদের জামাই আদরে আদালতে হাজির করা হচ্ছে – রিজভী

প্রতিবেদক
staffreporter
এপ্রিল ২৪, ২০২৫ ৫:৩৯ অপরাহ্ণ
অপরাধী আ.লীগ নেতাদের জামাই আদরে আদালতে হাজির করা হচ্ছে - রিজভী

অপরাধী আ.লীগ নেতাদের জামাই আদরে আদালতে হাজির করা হচ্ছে – রিজভী

আওয়ামী লীগের অপরাধী নেতারা আদালতে হাজির হচ্ছেন ‘জামাই আদরে’ — এমন অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার ভাষায়, “ভয়াবহ অপরাধীদের আদালতে তোলা হচ্ছে সম্মানিত অতিথির মতো, আর তারা সেখানেই দাঁড়িয়ে হুমকি-ধামকি দিচ্ছে! গণতন্ত্রকে কবর দেওয়ার পর, এখন বিচার ব্যবস্থাকে আঘাত করা হচ্ছে প্রতিনিয়ত।”
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি।
রিজভীর বক্তব্যে উঠে আসে, গণতান্ত্রিক সরকার গঠনের আশায় দেশের জনগণ যেভাবে অন্তর্বর্তীকালীন সরকারের দিকে তাকিয়ে ছিল, সেই প্রত্যাশার প্রতিফলন এখনো যথাযথভাবে দেখা যাচ্ছে না। তিনি বলেন, “সংক্রমণের পরে একটি অন্তর্বর্তীকালীন সরকার এলেও এখনো যে কাঠামো দরকার, সেটা গঠনের প্রস্তুতি খুব একটা চোখে পড়ে না। বরং দেখা যাচ্ছে, যারা বিগত দেড় দশকের বেশি সময় ধরে অপশাসনে নেতৃত্ব দিয়েছে, তারা এখন আদালতে দাঁড়িয়ে আবারো ক্ষমতায় ফেরার হুমকি দিচ্ছে।”
তিনি আরও বলেন, “শাজাহান খানের মতো হেভিওয়েট আওয়ামী লীগ নেতারা আদালতে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় সরকারকে হুমকি দিচ্ছে। পুলিশকে অপমান করছে, আদালতকে তাচ্ছিল্য করছে। এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়— এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র, যার মাধ্যমে তারা দেখাতে চাইছে অন্তর্বর্তীকালীন সরকার কতটা দুর্বল ও অকার্যকর।”
রিজভীর মতে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসনের নিরবতা এসব ঘটনার পেছনে বড় ভূমিকা রাখছে। তিনি বলেন, “যে প্রশাসন এখনও আওয়ামী দুঃশাসনের ছায়ায় রয়ে গেছে, সেখানে বিচার পাওয়ার আশা করা যায় না। পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ‘সর্ষের ভেতর ভূত’ এখনো সক্রিয়। তাই অপরাধীরা এখনো বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়।”
তিনি আরও অভিযোগ করেন, “শুধু বিচার নয়, দেশের প্রতিটি কোণে এখন ছিনতাই, চুরি, ডাকাতির মহোৎসব চলছে। আওয়ামী সিন্ডিকেটের মাধ্যমে হাট-বাজার, ব্যাংক-বীমা থেকে শুরু করে সবখানে চলছে দৌরাত্ম্য। শেখ হাসিনার একমাত্র ভরসা হচ্ছে বিদেশে পাচার করা টাকা, সেই টাকার জোরেই তিনি এখনো ক্ষমতায় থেকে দেশকে নানাভাবে অস্থির করে তুলছেন।”
সংবাদ সম্মেলনে রিজভী আরও দাবি করেন, আওয়ামী লীগ প্রশাসনের কিছু ব্যক্তিকে ব্যবহার করে রাজধানীসহ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করছে, এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বাড়িতে হামলা চালাচ্ছে। তিনি উদাহরণ দিয়ে বলেন, “মানিকগঞ্জে বিএনপি নেতা ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এসব ঘটনা প্রমাণ করে, পেছন থেকে কিছু গোষ্ঠী ‘ঘোলা পানিতে মাছ শিকার’ করতে চাইছে।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
বিএনপির ভাষ্য অনুযায়ী, দেশের বর্তমান অবস্থা এক গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের চিত্রই তুলে ধরছে, যার বিরুদ্ধে তারা রাস্তায় থেকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি