শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫| রাত ৯:৩৬

গুগলের ‘ক্রোম’ কিনতে আগ্রহী ওপেনএআই

প্রতিবেদক
staffreporter
এপ্রিল ২৪, ২০২৫ ৫:২৬ অপরাহ্ণ
গুগলের ‘ক্রোম’ কিনতে আগ্রহী ওপেনএআই

গুগলের ‘ক্রোম’ কিনতে আগ্রহী ওপেনএআই

বিশ্ব প্রযুক্তি দুনিয়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছে ওপেনএআই-এর এক বিস্ময়কর ঘোষণা। চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ‘ক্রোম’ কিনে নিতে আগ্রহী। গুগলের অনুসন্ধান বাজারে দীর্ঘদিনের একচেটিয়া আধিপত্য ভাঙতে এটি হতে পারে একটি যুগান্তকারী পদক্ষেপ—এমনটাই মনে করছেন ওপেনএআই-এর শীর্ষ কর্মকর্তারা।
ওয়াশিংটনে অ্যান্টিট্রাস্ট মামলার শুনানিতে বিস্ফোরক মন্তব্য
ওয়াশিংটনে চলমান গুগলের বিরুদ্ধে মার্কিন সরকারের অ্যান্টিট্রাস্ট মামলার শুনানিতে ওপেনএআই-এরপ্রধান পণ্য কর্মকর্তা (CPO) নিক টার্লি এই মন্তব্য করেন। তিনি বলেন—

“যদি গুগলকে আদালত বাধ্য করে ক্রোম বিক্রি করতে, তাহলে ওপেনএআই সেটি কিনে নিতে প্রস্তুত।”

তার বক্তব্যে উঠে আসে আরও গুরুতর অভিযোগ—গুগলের সার্চ ও বিজ্ঞাপন বাজারে একচেটিয়া দখল শুধু এআই খাতেই নয়, পুরো ইন্টারনেট ব্যবস্থায় প্রতিযোগিতার পথে বড় বাধা তৈরি করছে।
এআই-ভিত্তিক নতুন সার্চ অভিজ্ঞতা গড়তে চায় ওপেনএআই
নিক টার্লির মতে, গুগলের মতো শক্তিশালী একটি ব্রাউজার হাতে পেলে ওপেনএআই তাদের নিজস্ব এআই প্রযুক্তিএকটি নতুন ধরনের সার্চ অভিজ্ঞতা তৈরি করতে পারবে। এটি হবে আরও উন্নত, স্বচ্ছ ও ব্যবহারকারী-কেন্দ্রিক।
তবে এখনো ওপেনএআই পুরোপুরি স্বনির্ভর হতে পারেনি সার্চ ক্ষেত্রে। টার্লির তথ্য অনুযায়ী, চ্যাটজিপিটি এখনো প্রায় ৮০ শতাংশ সার্চ প্রশ্নের উত্তর নিজস্ব প্রযুক্তিতে দিতে অক্। ফলে গুগলের মতো প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করাটা কঠিন হয়ে পড়ছে।
গুগলের বিরুদ্ধে প্রতিযোগিতাবিরোধী চুক্তির অভিযোগ
মার্কিন বিচার বিভাগ গুগলের বিরুদ্ধে অভিযোগ এনেছে—তারা বিভিন্ন মোবাইল নির্মাতার সঙ্গে এমন চুক্তি করেছে, যাতগুগলের সার্চ, ক্রোম ও জেমিনি এআই অ্যাপ গুলো নতুন ফোনে ডিফল্ট অ্যাপ হিসেবে ইনস্টল হয়।
বিচারকঅমিত মেহতা এক পর্যবেক্ষণে বলেন—

“এ ধরনের চুক্তি প্রযুক্তি বাজারে অন্যদের প্রবেশে বাধা তৈরি করছে এবং গুগলের নিজস্ব এআই পণ্যের জন্য অন্যায্য সুবিধা তৈরি করছে।”

গুগল ফিরিয়ে দিয়েছিল ওপেনএআই-এর প্রস্তাব
টার্লি জানানগত বছর জুলাই মাসে ওপেনএআই গুগলের সার্চ এপিআই ব্যবহারের জন্য আবেদন করেছিল। তাদের যুক্তি ছিল, বিভিন্ন উৎস থেকে তথ্য নিয়ে চ্যাটজিপিটিকে আরও কার্যকর করে তোলা সম্ভব হবে।
 তবেআগস্টেই গুগল সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দেয়
বর্তমানে চ্যাটজিপিটি তথ্য অনুসন্ধানের জন্যমাইক্রোসফটের বিং সার্চ ইঞ্জিনের ওপর নির্ভরশীল। কিন্তু ওপেনএআই মনে করছে, গুগলের মতো প্রতিষ্ঠানের বিশাল ডেটা ও প্ল্যাটফর্মে প্রবেশাধিকার না থাকলে সত্যিকার প্রতিযোগিতা গড়ে তোলা সম্ভব নয়।
নিক টার্লি স্পষ্ট ভাষায় বলে“আমরা চাই একটি উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক সার্চ ইকোসিস্টেম। আর সেটি গড়তে হলে গুগলের প্রভাব কমাতেই হবে।”ভবিষ্যতের লড়াই কি সার্চ ব্রাউজারে?
ওপেনএআই-এর এই অবস্থান প্রযুক্তি বাজারে একটি নতুন দিগন্তের সূচনা করতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। ক্রোম যদি সত্যিই গুগল বিক্রি করতে বাধ্য হয়, এবং সেটি ওপেনএআই-এর হাতে যায়—তাহলে সার্চ ও ব্রাউজার জগতে তৈরি হবসম্পূর্ণ নতুন এক শক্তির ভারসাম্য
এখন দেখার বিষয়, আদালতের রায় কোন দিকে মোড় নেয়, আর গুগল তার বহুল ব্যবহৃত ক্রোম ব্রাউজার নিয়ে কী সিদ্ধান্ত নেয়। তবে এটুকু নিশ্চিত—এআই, সার্চ ও ব্রাউজারের এই ত্রিমুখ আরও উত্তেজনাপূর্ণ হতে যাচ্ছে আগামী দিনে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি