সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫| দুপুর ২:১৫

বন্ধুদের সঙ্গে রিলস শেয়ারিং আরও মজাদার করতে ইনস্টাগ্রামের নতুন ‘ব্লেন্ড’ ফিচার

প্রতিবেদক
staffreporter
এপ্রিল ২১, ২০২৫ ১১:১৮ পূর্বাহ্ণ
বন্ধুদের সঙ্গে রিলস শেয়ারিং আরও মজাদার করতে ইনস্টাগ্রামের নতুন ‘ব্লেন্ড’ ফিচার

বন্ধুদের সঙ্গে রিলস শেয়ারিং আরও মজাদার করতে ইনস্টাগ্রামের নতুন ‘ব্লেন্ড’ ফিচার

ইনস্টাগ্রামে রিলস দেখার অভিজ্ঞতা এবার আরও ব্যক্তিগত ও আনন্দদায়ক হতে যাচ্ছে। ব্যবহারকারীদের পারস্পরিক রিলস শেয়ারিং সহজ ও আকর্ষণীয় করতে নতুন ‘ব্লেন্ড’ ফিচার চালু করেছে মেটা মালিকানাধীন এই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম।

এই নতুন ফিচারের মাধ্যমে একজন বা একাধিক বন্ধু মিলে নিজেদের জন্য একটি একান্ত ব্যক্তিগত রিলস ফিড তৈরি করতে পারবে। শুধু মাত্র দুজন ব্যবহারকারী কিংবা গ্রুপ চ্যাটের সদস্যরাই এই ফিডে অ্যাক্সেস পাবে, অন্য কেউ তা দেখতে পারবে না। ইনস্টাগ্রাম বলছে, এই ফিচারটি বন্ধুদের সঙ্গে অ্যাপ ব্যবহারে আরও আনন্দ যোগ করতেই চালু করা হয়েছে।

ব্যবহার করতে হলে প্রথমে একজন ব্যবহারকারীকে একটি প্রাইভেট চ্যাট বা গ্রুপ চ্যাট খুলতে হবে। এরপর চ্যাট স্ক্রিনের উপরে থাকা নতুন ‘ব্লেন্ড’ আইকনে ট্যাপ করতে হবে এবং ‘ইনভাইট’ অপশনে গিয়ে পছন্দের বন্ধু বা গ্রুপের সদস্যদের আমন্ত্রণ জানাতে হবে। যেই মুহূর্তে আমন্ত্রিত ব্যক্তি বা গ্রুপ সদস্য ইনভাইট গ্রহণ করবেন, ঠিক তখনই ব্লেন্ড চালু হয়ে যাবে। এরপর ইনস্টাগ্রাম উভয় সদস্যের পছন্দ ও আগ্রহ অনুযায়ী প্রতিদিন নতুন রিলস সাজেস্ট করবে।

এই ফিচারের মাধ্যমে ভাগ করা ফিড একান্তই দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। যদি কেউ কোনো রিলে রিঅ্যাক্ট বা কমেন্ট করে, তাহলে ইনভাইট পাঠানো ব্যক্তির কাছে তাৎক্ষণিকভাবে নোটিফিকেশন পৌঁছে যাবে। আবার যদি কোনো সদস্য ব্লেন্ড ফিচার বন্ধ করে বা নিজেকে সরিয়ে নেয়, তাহলে স্বাভাবিকভাবেই সেই ব্যক্তিকে ওই ফিড থেকে আলাদা করে দেওয়া হবে।

ইনস্টাগ্রামের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ এক বছরের গবেষণা ও পরীক্ষার পর ‘ব্লেন্ড’ ফিচারটি উন্মুক্ত করা হয়েছে। এটি ব্যবহারকারীদের রিলস দেখার অভিজ্ঞতা আরও বেশি ব্যক্তিগত, মজাদার এবং ইন্টারেক্টিভ করে তুলবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত