এসিআই কনজিউমার ব্র্যান্ড বিভাগে ‘জোনাল সেলস ম্যানেজার’ পদে নিয়োগ
অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই) তাদের কনজিউমার ব্র্যান্ড বিভাগে ‘জোনাল সেলস ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেবে। ইতোমধ্যেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। আগ্রহীরা ২৫ এপ্রিল ২০২৫ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
এসিআই জানিয়েছে, নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও পাবেন।
এই পদে আবেদন করতে হলে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রার্থীদের ৬ থেকে ৯ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। জোনাল ও এরিয়া ভিত্তিক বিক্রয় পরিকল্পনা তৈরি, বার্ষিক বিক্রয় লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং তা বাস্তবায়নের কৌশল প্রণয়নে দক্ষতা থাকতে হবে।
পদের সংখ্যা নির্ধারিত নয়। নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। চাকরির ধরন ফুলটাইম এবং কর্মক্ষেত্র অফিসভিত্তিক। কর্মস্থল নির্ধারিত হয়েছে বরিশাল, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।
আবেদন শুরু হয়েছে ১০ এপ্রিল ২০২৫ থেকে এবং শেষ হবে ২৫ এপ্রিল ২০২৫ তারিখে। আগ্রহীরা এসিআই-এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আবেদন করতে পারবেন।