শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫| রাত ১১:২৪

যুক্তরাজ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকের পাঁচ বছর পূর্তি উদযাপন

প্রতিবেদক
staffreporter
এপ্রিল ১৯, ২০২৫ ২:৪৫ অপরাহ্ণ
যুক্তরাজ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকের পাঁচ বছর পূর্তি উদযাপন

যুক্তরাজ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকের পাঁচ বছর পূর্তি উদযাপন

যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকে’ তাদের পাঁচ বছর পূর্তি উদযাপন করেছে। এই উপলক্ষে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) লন্ডনের বার্কিং টাউন হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্কিং অ্যান্ড ডেগেনহ্যাম কাউন্সিলের মেয়র কাউন্সিলর মঈন কাদরী।

মেয়র পার্লারে আয়োজিত বর্ষপূর্তি অনুষ্ঠানে ক্লাবের প্রতিষ্ঠাকালীন অ্যালামনাই এবং পরিচালনা পরিষদের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্লাবের পরিচালনা পরিষদের সদস্য ও পলিটিকা টিভির প্রধান সম্পাদক তানভীর আহমেদ। স্বাগত বক্তব্য দেন থার্ড সেক্টর কনসালটেন্ট বিধান গোস্বামী।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্যারিস্টার আনিস রহমান ওবিই, ব্যারিস্টার চৌধুরী হাফিজুর রহমান, ব্যারিস্টার কাজী আশিকুর রহমান, সোনালী ব্যাংক ইউকের সাবেক ডেপুটি সিইও আমীরুল ইসলাম, ব্যারিস্টার অজয় রায় রতন, প্রদীপ মজুমদার, ঝুমুর দত্ত, মুজাহিদুল ইসলাম, লাবনী রেজা, শওগত আলী বেনু, জাহানারা পলি, ফাতেহা পলি ও হিমিকা ইমাম।

শিক্ষক প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিভার্সিটি অব লন্ডনের রিস্ক অ্যান্ড ডিজাস্টার রিডাকশন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শামুছুদ্দোহা। বক্তারা যুক্তরাজ্যে ক্লাবের কার্যক্রম তুলে ধরেন এবং উল্লেখ করেন, টাইমস হায়ার এডুকেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিংয়ে তালিকাভুক্তিতে যুক্তরাজ্যপ্রবাসী অ্যালামনাইদের উদ্যোগ কার্যকর ভূমিকা রেখেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাইদের খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগ, গবেষণা ও মূল্যায়ন পদ্ধতিতে ইউরোপীয় আদর্শ অনুসরণের প্রস্তাবনা ও গ্লোবাল এডুকেশন সেমিনারের কথাও তুলে ধরা হয়। এসব উদ্যোগ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে।

অনুষ্ঠানে ক্লাবের অতীত কর্মকাণ্ডে যারা সক্রিয় ছিলেন এবং আন্তর্জাতিক পরিসরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন, তাদের মধ্যে ৩০ জনকে সম্মাননা পদক প্রদান করা হয়। ব্যারিস্টার আনিস রহমান ওবিই-কে আজীবন সম্মাননা প্রদান করা হয়।

পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের মধ্যে এএইচজেড অ্যাসোসিয়েটসের গোলাম মর্তুজা, সামিস স্টুডিও ও স্টোনব্রীজ লিগ্যাল সলিউশন্সের ব্যারিস্টার সঞ্জয় কুমার রায়কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়া ক্লাবের সদস্য নীলা নিকির লেখা ১০টি কবিতার বই প্রকাশ উপলক্ষে তাকেও বিশেষভাবে সম্মানিত করা হয়।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী নন্দিতা মুখার্জি ও সারোয়ার ই আলম। সবশেষে সকল অ্যালামনাইদের নিয়ে কেক কেটে বর্ষপূর্তির আনুষ্ঠানিকতা শেষ করেন কাউন্সিলর মঈন কাদরী।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত