ডিপিএলে পারফরম্যান্সের পর ইংল্যান্ডে যাবেন সাব্বির রহমান
চলমান ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)-এ পারটেক্স স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছেন সাব্বির রহমান। তবে গ্রুপপর্বে ১১ ম্যাচে মাত্র ৩ জয় নিয়ে টেবিলের দশ নম্বরে অবস্থান করছে তার দল, ফলে রেলিগেশন পর্বে খেলার মুখোমুখি হতে হয়েছে। এছাড়া, জাতীয় দলের বাইরে থাকা সাব্বির চলমান ডিপিএলে ব্যাট হাতে খুব বেশি সফল হতে পারেননি।
ডিপিএল শেষে আগামী মে মাসে ইংল্যান্ডে সপরিবারে চলে যাওয়ার পরিকল্পনা রয়েছে সাব্বিরের। সেখানে তিনি প্রিমিয়ার ডিভিশন লিগে খেলবেন। শুক্রবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “এটা একটা ট্যুর হবে, ২ মে ইংল্যান্ড যাব। সেখানে একটা টিমের সঙ্গে কথা হয়েছে খেলার জন্য। বর্তমানে বাংলাদেশে কোনো ক্যাম্প বা খেলা নেই, তাই আমি পরিবার নিয়ে সেখানে যাব এবং আশা করি ভালো কিছুদিন যাবে প্রিমিয়ার ডিভিশনে।”
চলমান ডিপিএল নিয়ে তিনি আরও বলেন, “এই বছর ডিপিএল খেলোয়াড়দের জন্য ভালো ছিল। তবে আরও গোছানো হলে ভালো হতো। কিছু সমস্যা ছিল যেমন, অনেক দলের মালিকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না, একটু অগোছালো মনে হয়েছে। তবে আলহামদুলিল্লাহ, গ্রুপপর্ব ভালোভাবে শেষ হয়েছে। আমাদের একটি ম্যাচ বাকি আছে, সুপার লিগও চলছে। সব কিছু ঠিকভাবে শেষ হলে ভালো লাগবে।”