আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব
টঙ্গীর তুরাগ তীরে লাখো মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। বুধবার দুপুর ১২টা ০৮ মিনিটে শুরু হওয়া এ মোনাজাত ১৯ মিনিট ধরে চলে, যেখানে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও কল্যাণ কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের শুরায়ি নেজাম অনুসারী নেতা মাওলানা জুবায়ের।
এর আগে বাদ ফজর ভারতের বেঙ্গালুরু থেকে আসা তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বি ভাই ফারুক বয়ান করেন, যার তরজমা করেন মুফতি আমানুল হক। সকাল সাড়ে ৯টায় ভারতের মাওলানা আব্দুর রহমান হেদায়াতি বয়ান করেন, যার অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন। এরপর নসিয়তমূলক বক্তব্য রাখেন ভারতের মাওলানা ইব্রাহিম দেউলা, যা বাংলায় অনুবাদ করেন মাওলানা জুবায়ের। এসব বয়ানের পরপরই শুরু হয় আখেরি মোনাজাত।
মোনাজাত চলাকালীন ইজতেমার ময়দান এবং আশপাশের এলাকায় লাখো মুসল্লি মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন। আল্লাহর রহমত ও মাগফিরাত কামনায় কান্নায় ভেঙে পড়েন ধর্মপ্রাণ মুসল্লিরা। টঙ্গীর তুরাগ তীর, মহাসড়ক, ফ্লাইওভার, ভবনের ছাদ, নৌকা, ব্রিজসহ আশপাশের প্রতিটি স্থান পরিণত হয় বিশাল মুসল্লি সমুদ্রে।
বিশ্ব ইজতেমা মূলত তাবলিগ জামাতের অন্যতম বৃহৎ বার্ষিক ধর্মীয় সম্মেলন, যা বিশ্বের নানা প্রান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের মিলনমেলায় রূপ নেয়। এবারের ইজতেমার প্রথম ও দ্বিতীয় পর্বে অংশ নিয়েছেন শুরায়ি নেজাম অনুসারী মুসল্লিরা। ৩১ জানুয়ারি আমবয়ানের মধ্য দিয়ে দ্বিতীয় পর্ব শুরু হয়, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা অংশ নেন।
এবারের বিশ্ব ইজতেমার প্রথম ও দ্বিতীয় পর্ব মিলিয়ে তাবলিগ জামাতের ৯ জন মুসল্লি ইন্তেকাল করেছেন।
আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ৫৮তম বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব, যেখানে মাওলানা সাদ অনুসারী মুসল্লিরা অংশ নেবেন। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।