রণবীর সিং ও রণবীর কাপুর নিয়ে দীপিকার মন্তব্য ঘিরে মিশ্র প্রতিক্রিয়া
রণবীর কাপুর ও রণবীর সিং—এই দুই বলিউড অভিনেতার সঙ্গেই দীপিকা পাড়ুকোনের রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। একজন তার বর্তমান স্বামী, অন্যজন প্রাক্তন প্রেমিক।
দু’জনকেই পেশাগত এবং ব্যক্তিগতভাবে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে দীপিকার। সেই অভিজ্ঞতার আলোকে তাদের প্রতি তার দৃষ্টিভঙ্গিও ভারসাম্যপূর্ণ। একটি পুরোনো সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, তার মতে সেরা অভিনেতা কে। কিছুক্ষণ ভেবে দীপিকা বলেন, “এটা এমন একটা প্রশ্ন যেন জিজ্ঞেস করা হচ্ছে—তুমি মাকে বেশি ভালোবাসো, না বাবাকে!”
পরে তিনি ব্যাখ্যা করে বলেন, আমরা সবসময় তুলনা করি—ছবি, অভিনেতা, সহ-অভিনেতা—যার কোনো শেষ নেই। কিন্তু রণবীর কাপুর ও রণবীর সিং, দুজনের ব্যক্তিত্ব এবং কাজের ধরন একেবারেই আলাদা। তাই তাদের যে যেমন, সেইভাবেই ভালোবাসা এবং স্বীকৃতি দেওয়াটাই উচিত বলে মনে করেন দীপিকা।
এই মন্তব্যকে ঘিরে নেটদুনিয়ায় শুরু হয়েছে আলোচনা। কেউ কেউ মনে করেন, দীপিকার উচিত ছিল নিজের স্বামী রণবীর সিং–কে সেরা বলে চিহ্নিত করা। অন্যদিকে, অনেকেই তার এমন ভারসাম্যপূর্ণ ও চিন্তাপ্রসূত দৃষ্টিভঙ্গিকে বুদ্ধিদীপ্ত ও প্রশংসনীয় হিসেবে আখ্যা দিয়েছেন।