শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫| রাত ৯:১৫

আজ বিশ্ব ঐতিহ্য দিবস

প্রতিবেদক
staffreporter
এপ্রিল ১৮, ২০২৫ ১০:১৪ পূর্বাহ্ণ
বাংলাদেশে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও অধ্যয়নের গুরুত্ব

আজ বিশ্ব ঐতিহ্য দিবস

আজ ১৮ এপ্রিল, বিশ্ব ঐতিহ্য দিবস। ১৯৮২ সালে তিউনিশিয়ায় আয়োজিত এক সভায় আন্তর্জাতিক স্থাপনা ও প্রত্নস্থল সংস্থা (ICOMOS) এই দিনটিকে ‘ইন্টারন্যাশনাল ডে ফর মনুমেন্টস অ্যান্ড সাইটস’ হিসেবে পালনের প্রস্তাব দেয় এবং ১৯৮৩ সালে ইউনেস্কো এটি বিশ্ব ঐতিহ্য দিবস হিসেবে স্বীকৃতি দেয়। দিনটির মূল উদ্দেশ্য হচ্ছে— বিভিন্ন দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের তাগিদ জোরদার করা। সাংস্কৃতিক বৈচিত্র্যে ভরপুর বাংলাদেশও এই গুরুত্ব বহন করে চলেছে, যেখানে পরিমেয় ও অপরিমেয়— উভয় ধরণের ঐতিহ্যের সমন্বয় রয়েছে।

বাংলাদেশে যদিও বহু প্রত্নস্থল রয়েছে, ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে কেবল দুটি— নওগাঁর সোমপুর মহাবিহার এবং বাগেরহাটের ঐতিহাসিক মসজিদ শহর। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত ৫২৪টি প্রত্নস্থল সংরক্ষিত। তবে দেশের পর্যটন শিল্পের বিকাশের ক্ষেত্রে ‘সাংস্কৃতিক ঐতিহ্য ব্যবস্থাপনা’ এখনও অবহেলিত। পর্যটন ও হোটেল ব্যবস্থাপনার শিক্ষা থাকলেও, ‘পর্যটন ও সাংস্কৃতিক ঐতিহ্য ব্যবস্থাপনা’ বিষয়ে তেমন কোনো প্রাতিষ্ঠানিক প্রচেষ্টা নেই।

উল্লেখযোগ্য ব্যতিক্রম হিসেবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ‘সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন’ বিষয়ে গত সাত বছর ধরে শিক্ষাদান করছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ অধ্যয়ন’ নামে ৩ ক্রেডিটের একটি বাধ্যতামূলক কোর্স চালু করেছে। এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে নিজ দেশের ইতিহাস, সংস্কৃতি, অর্থনীতি ও সমাজ সম্পর্কে প্রাথমিক ধারণা তৈরিতে সহায়ক হলেও, মাত্র ৩ ক্রেডিটের একটি কোর্স দিয়ে গভীর জ্ঞান অর্জন সম্ভব নয়। ফলে বিষয়টি নিয়ে উচ্চতর পর্যায়ে গবেষণার সুযোগ সৃষ্টির জন্য পৃথক বিভাগ বা বিষয় চালু করাই যুক্তিযুক্ত।

সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্ব বোঝাতে ভারতের ‘নালন্দা মহাবিহার’-এর উদাহরণ প্রাসঙ্গিক। ভারত সরকার প্রায় দেড় হাজার বছর পুরনো এ কেন্দ্রকে পুনরুজ্জীবিত করে আবার বিশ্ববিদ্যালয়ে রূপ দিয়েছে। অথচ, আমাদের সোমপুর মহাবিহার— যা ছিল একটি আবাসিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান— এরূপ কোনো কার্যক্রমের আওতায় আসেনি। এখান থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন অতীশ দীপঙ্করের মতো জ্ঞানী ব্যক্তি, যিনি বিক্রমপুরের বজ্রযোগিনীতে জন্মেছিলেন। এমন প্রাচীন ইতিহাস থাকা সত্ত্বেও আন্তর্জাতিকভাবে উপস্থাপনের ঘাটতি রয়েছে।

একইভাবে বাগেরহাটের মসজিদ শহর, যা খান জাহান আলীর পরিকল্পনায় গড়ে ওঠে, পঞ্চদশ শতকে ইসলামী স্থাপত্যশিল্পের অনন্য নিদর্শন ছিল। এটিও ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য। এছাড়া উয়ারী-বটেশ্বর, মহাস্থানগড় ও বিক্রমপুর বিহারের মতো বহু ঐতিহাসিক স্থান রয়েছে যেগুলোর যথাযথ সংরক্ষণ এখন সময়ের দাবি।

তবে শুধু প্রত্নসম্পদ সংরক্ষণই যথেষ্ট নয়। স্থানীয় জনগণকে সরিয়ে না দিয়ে, তাদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তাদের বোঝাতে হবে, এই ঐতিহ্য তারা নিজেরাও ধারণ করে আছেন এবং এর সঙ্গে তাদের পরিচয় জড়িয়ে আছে। সেক্ষেত্রে ইউনেস্কোর নির্দেশিকা, ভেনিস সনদ বা নারা চার্টারের মতো আন্তর্জাতিক আইনের প্রয়োগের পাশাপাশি দেশের সামাজিক বাস্তবতা বিবেচনায় নিয়ে নতুন নীতিমালা প্রণয়ন দরকার।

এজন্য দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ‘সাংস্কৃতিক ঐতিহ্য’ বিষয়ক একটি পৃথক বিভাগ খোলা এখন সময়ের দাবি, যেখানে সংরক্ষণ, ব্যবস্থাপনা ও গবেষণার সুযোগ থাকবে। একইসঙ্গে পর্যটন শিল্পের সঙ্গে ঐতিহ্যের সমন্বয় ঘটাতে হবে। বাংলাদেশ যদি অবকাঠামোগত উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে পারে, তাহলে তার ঐতিহ্যই তাকে পর্যটকদের অন্যতম গন্তব্যে পরিণত করতে পারবে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

আতিফ আসলাম ঢাকায়, আজ মঞ্চ মাতাবেন আর্মি স্টেডিয়ামে

রাজধানীতে ভোজ্যতেলের সংকট: মূল্য বৃদ্ধি ও সরবরাহ কম

চিত্রপরিচালক শাহ আলম মন্ডল আর নেই

‘ডিকটেটর জেলেনস্কি’র রাশিয়ার সঙ্গে যুদ্ধে যাওয়া উচিত হয়নি: ট্রাম্প

কিউআর কোড স্ক্যান করে প্রতারণার ঝুঁকি এড়ানোর উপায়

আজকের নামাজের সময়সূচি (১৯ এপ্রিল, ২০২৫)

আজকের নামাজের সময়সূচি (৯ জানুয়ারি, ২০২৫)

মধ্যপ্রাচ্যের মহাকাব্য: ষড়যন্ত্রের পাঁচালি ও ক্ষমতার সার্কাস

মধ্যপ্রাচ্যের মহাকাব্য: ষড়যন্ত্রের পাঁচালি ও ক্ষমতার সার্কাস

দুই দশকের সাফল্যের পর হিন্দি ইন্ডাস্ট্রিতে অভিষেক: কী বললেন অভিনেতা জিৎ

দুই দশকের সাফল্যের পর হিন্দি ইন্ডাস্ট্রিতে অভিষেক: কী বললেন অভিনেতা জিৎ

জিম্বাবুয়ের ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যস্ত সূচি

জিম্বাবুয়ের ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যস্ত সূচি

বসুন্ধরা গ্রুপে ইলেকট্রিশিয়ান/মটর রিউইন্ডার পদে নিয়োগ