ফোল্ডেবল স্মার্টফোনে নতুন অ্যান্ড্রয়েড আপডেটের ছোঁয়ায় বাড়ছে গতি, নিরাপত্তা ও নিয়ন্ত্রণ
স্যামসাং ও মটোরোলার পাশাপাশি এখন আরও অনেক প্রযুক্তি প্রতিষ্ঠান বাজারে এনেছে ফোল্ডেবল স্মার্টফোন। এসব স্মার্টফোনের গতি ও কর্মদক্ষতা বহুগুণে বেড়েছে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ যুক্ত হওয়ার ফলে। নতুন অপারেটিং সিস্টেমের মাধ্যমে ডিসপ্লের মান যেমন উন্নত হয়েছে, তেমনি এসেছে কার্যকর ও ব্যবহারবান্ধব ফিচার। ফোল্ডেবল ফোনের ব্যবহারে যুক্ত হয়েছে নতুন টাস্কবার, যা মাল্টিটাস্কিং সহজ করে তুলবে।
ফোল্ডেবল ও অন্যান্য অ্যান্ড্রয়েড ডিভাইসে ক্যামেরা এখন আগের তুলনায় আরও মানোন্নত হয়েছে। ব্রাইটনেস নিয়ন্ত্রণ, লো লাইটে ভালো পারফরম্যান্স, ফ্ল্যাশলাইট কাস্টমাইজেশন—সবকিছুতেই এসেছে উন্নয়ন। পাশাপাশি নির্দিষ্ট স্ক্রিন অংশ সহজেই শেয়ার করার সুযোগও নতুন আপডেটে যুক্ত হয়েছে, ফলে আগের মতো পুরো স্ক্রিন শেয়ার করতে হবে না।
ব্যবহারকারীদের বিরক্তির অন্যতম কারণ ছিল নিরবচ্ছিন্ন অপ্রয়োজনীয় নোটিফিকেশন। অ্যান্ড্রয়েড ১৫-এ এই সমস্যার কার্যকর সমাধান এসেছে। এখন অ্যাপভিত্তিক অপ্রয়োজনীয় নোটিফিকেশন অনেকটাই কমিয়ে আনা যাবে। পাশাপাশি ব্যক্তিগত নিরাপত্তার দিকেও এসেছে অগ্রগতি—ওটিপি বা সংবেদনশীল মেসেজ স্বয়ংক্রিয়ভাবে গোপন রাখবে নতুন অ্যান্ড্রয়েড ভার্সন।
আগের সংস্করণে ভলিউম নিয়ন্ত্রণে যেসব সমস্যা ছিল, সেগুলোর উন্নয়নে এসেছে নতুন ফিচার। আরও স্বাচ্ছন্দ্য আনতে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বাড়তি নিয়ন্ত্রণ সুবিধা যুক্ত হয়েছে। যারা একাধিক ব্লুটুথ ডিভাইস ব্যবহার করেন, তাদের জন্য ব্লুটুথ ডায়ালগ বক্স যুক্ত করা হয়েছে—যেখানে ট্যাপ করলেই সাম্প্রতিক সংযুক্ত ডিভাইসগুলোর তালিকা পাওয়া যাবে এবং সহজেই সেগুলোর মধ্যে সুইচ করা যাবে।
সার্বিকভাবে বলা যায়, ফোল্ডেবল স্মার্টফোন এবং সাধারণ স্মার্টফোনে অ্যান্ড্রয়েডের নতুন আপডেট ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও গতিময়, নিরাপদ ও ব্যবহারবান্ধব করে তুলছে।