শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫| সকাল ৬:১৯

ধোনির চোটে চিন্তিত চেন্নাই, পরের ম্যাচে থাকা নিয়ে অনিশ্চয়তা

প্রতিবেদক
staffreporter
এপ্রিল ১৬, ২০২৫ ১১:২১ পূর্বাহ্ণ
ধোনির চোটে চিন্তিত চেন্নাই, পরের ম্যাচে থাকা নিয়ে অনিশ্চয়তা

ধোনির চোটে চিন্তিত চেন্নাই, পরের ম্যাচে থাকা নিয়ে অনিশ্চয়তা

আইপিএলে এবারের আসরে খুব একটা স্বস্তির জায়গায় নেই চেন্নাই সুপার কিংস। ৭টি ম্যাচের মধ্যে ৫টিতে হার, যা তাদের ‘ডু অর ডাই’ পরিস্থিতিতে ঠেলে দিয়েছে। প্লে-অফে জায়গা করে নিতে হলে বাকি প্রতিটি ম্যাচই এখন হয়ে উঠেছে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ। তবে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে সাম্প্রতিক জয় কিছুটা হলেও স্বস্তি দিয়েছে পাঁচবারের শিরোপাজয়ীদের।

তবে শুধু মাঠের পারফরম্যান্স নয়, দলের অভ্যন্তরীণ অবস্থাও খুব একটা সুখকর নয়। ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ছিটকে পড়েছেন। তার জায়গায় নেতৃত্বের ভার এসেছে মহেন্দ্র সিং ধোনির কাঁধে। কিন্তু এবার তাকেও ঘিরে দেখা দিয়েছে নতুন শঙ্কা।

সম্প্রতি একটি ভিডিওতে দেখা যায়, টিম হোটেলে ধোনি খুঁড়িয়ে হাঁটছেন। ভিডিওটি লখনৌর বিপক্ষে ম্যাচের ঠিক পরেই ভাইরাল হয়। পুরনো হাঁটুর চোট হয়তো আবার ভোগাচ্ছে তাকে, এমনটাই ধারণা করছেন অনেকেই। যদিও এই বিষয়ে চেন্নাই সুপার কিংসের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।

ভিডিওতে ধোনিকে ডান পায়ে অস্বস্তি নিয়ে ধীরে ধীরে হাঁটতে দেখা যায়। দর্শকদের উল্লাসধ্বনিও যেন খুব একটা প্রভাব ফেলছে না তাঁর ওপর। ব্যাট হাতে শেষ ওভারে ঝড় তুলে দলের জয়ে বড় ভূমিকা রেখেছিলেন ধোনি, তবে এই ইনজুরির কারণে তাঁর পরবর্তী ম্যাচে খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

তবে চেন্নাই ভক্তদের জন্য সামান্য আশার কথা, দলটির পরবর্তী ম্যাচ ২০ এপ্রিল, যেখানে তাদের মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স। মাঝখানে কিছুটা সময় পাওয়ায় ধোনির চোট গুরুতর না হলে হয়তো তাকে মাঠে দেখা যাবে। এখন শুধু অপেক্ষা, চোটের অগ্রগতি এবং দলের সিদ্ধান্তের।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি