এক সপ্তাহে এমবাপের দুই পেনাল্টি মিস, কী বলছেন রিয়াল কোচ
রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার সময় কিলিয়ান এমবাপের ওপর প্রত্যাশা ছিল আকাশচুম্বী। বিশ্বকাপজয়ী এই তারকা ইতোমধ্যে ফুটবল বিশ্বে নিজেকে প্রমাণ করেছেন। তবে সাম্প্রতিক সময়ে রিয়াল মাদ্রিদে সেই প্রত্যাশা পূরণ করতে পারছেন না তিনি। বিশেষ করে টানা দুটি পেনাল্টি মিস তাকে কঠিন সমালোচনার মুখে ফেলেছে।
এক সপ্তাহের ব্যবধানে দুটি ম্যাচে পেনাল্টি মিস করেছেন এমবাপে। প্রথমবার লিভারপুলের বিপক্ষে এবং সর্বশেষ অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে। দুই ম্যাচেই রিয়াল হেরেছে। এমবাপের জন্য এমন হতাশাজনক সময় নতুন এবং এটি তার পারফরম্যান্স নিয়ে সংশয় তৈরি করেছে।
তবে কোচ কার্লো অ্যানচেলত্তি এমবাপের পাশে রয়েছেন। ম্যাচ শেষে তিনি বলেন, এমবাপের পারফরম্যান্সের মাত্রা ১ শতাংশের বেশি। যদিও তিনি স্বীকার করেন, এমবাপে এখনও তার সেরা অবস্থানে পৌঁছাতে পারেননি এবং মানিয়ে নিতে তার আরও সময় প্রয়োজন। পেনাল্টি মিস নিয়ে তিনি মন্তব্য করেন, পেনাল্টি মিস খেলারই অংশ এবং এতে খেলোয়াড়দের মূল্যায়ন করা উচিত নয়।
গত ম্যাচে সফল হওয়া জুড বেলিংহামের বদলে এমবাপে কেন পেনাল্টি নিলেন, তা নিয়ে অ্যানচেলত্তি জানান, এমবাপে ও বেলিংহাম নিজেদের মধ্যে কথা বলে পেনাল্টি নেওয়ার দায়িত্ব ঠিক করেছিলেন। তবে শট ভালোভাবে নিতে পারেননি এমবাপে, যা ফুটবলে স্বাভাবিক ঘটনা।
ভিনিসিয়ুস জুনিয়রের চোটের কারণে এমবাপেকে বাড়তি দায়িত্ব নিতে হচ্ছে। তবুও তার পছন্দের লেফট উইং পজিশনে থেকেও সেভাবে আলো ছড়াতে পারছেন না তিনি। অ্যানচেলত্তি আশা করছেন, সময়ের সঙ্গে এমবাপে তার ছন্দ ফিরে পাবেন এবং দলের প্রত্যাশা পূরণ করতে পারবেন।