দুই দশকের সাফল্যের পর হিন্দি ইন্ডাস্ট্রিতে অভিষেক: কী বললেন অভিনেতা জিৎ
ওপার বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেতা জিৎ দীর্ঘ বাইশ বছরের ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য হিট ছবি। ‘জোশ’, ‘শুভদৃষ্টি’, ‘দুই পৃথিবী’র মতো বাণিজ্যিক সিনেমার পাশাপাশি ‘অসুর’, ‘রাবণ’, ‘মানুষ’-এর মতো ভিন্নধর্মী ছবিতেও দক্ষতার ছাপ রেখেছেন তিনি। শুধু অভিনেতা নয়, প্রযোজক হিসেবেও তার অবস্থান টলিউডে বেশ দৃঢ়। ফ্লপ সিনেমার সংখ্যা হাতে গোনা, আর বিতর্ক থেকে দূরে থেকে তিনি গড়ে তুলেছেন নিজস্ব এক ‘সুলতানসুলভ’ সাম্রাজ্য।
সম্প্রতি জিৎ বলিউডে নিজের অভিষেক ঘটালেন নীরজ পাণ্ডের ওয়েব সিরিজ ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর মাধ্যমে। যদিও এর আগে হিন্দি সংস্করণে ‘রাবণ’ সিনেমা মুক্তি পেয়েছিল, তবে সেটিকে জাতীয় স্তরের প্রপার বলিউড ডেবিউ বলা যায় না। হিন্দি প্রজেক্টে প্রথমবার কাজের অভিজ্ঞতা নিয়ে ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জিৎ বলেন, “এত বছর ধরে হিন্দি ইন্ডাস্ট্রির কেউ আমার কথা ভাবেনি। অথচ আমি আদতে হিন্দিভাষী এবং সবসময়ই এখানে কাজ করতে চাইতাম।”
তিনি আরও বলেন, “কমার্শিয়াল ছবির মাধ্যমে আঞ্চলিক ইন্ডাস্ট্রিতে টানা ১০-১৫ বছর দর্শকদের বিনোদন দেওয়া খুব কম অভিনেতাই পেরেছেন। আমি সেই সৌভাগ্যবানদের একজন।” নিজের ইউএসপি হিসেবে জিৎ হিন্দি ভাষায় দক্ষতাকে চিহ্নিত করেন। বলেন, “আমি হিন্দিতে ভাবি, তাই বাংলায় কাজ করাটাই ছিল আমার জন্য বড় চ্যালেঞ্জ। কিন্তু বাংলার দর্শকরা আমাকে যেভাবে ভালোবেসে আপন করে নিয়েছেন, তা অকল্পনীয়।”
দুই দশক টলিউডে কাটিয়ে ২০২৩ সালে তার প্রতি দর্শকদের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন জিৎ। অভিনেতা হিসেবে নয়, একজন পরিশ্রমী শিল্পী ও প্রযোজক হিসেবেও তার এই জার্নি প্রশংসার যোগ্য, যা এবার বলিউডের দোরগোড়াতেও পৌঁছে গেছে।