বুধবার, ১৬ই এপ্রিল, ২০২৫| সন্ধ্যা ৭:২২

১৬ বছর ধরে এমন কোনো সেক্টর নেই যেখানে দুর্নীতি হয়নি: হাসনাত

প্রতিবেদক
staffreporter
এপ্রিল ৯, ২০২৫ ৭:২৪ অপরাহ্ণ
১৬ বছর ধরে এমন কোনো সেক্টর নেই যেখানে দুর্নীতি হয়নি: হাসনাত

১৬ বছর ধরে এমন কোনো সেক্টর নেই যেখানে দুর্নীতি হয়নি: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এক কঠোর বক্তব্যে বলেছেন, “গত ১৬ বছরে দেশে এমন কোনো খাত নেই, যেখানে দুর্নীতি হয়নি।” তিনি বলেন, “অফিস-আদালতে ঘুষ আর দুর্নীতি যেন আমাদের সমাজে ট্র্যাডিশন হয়ে গেছে।” মন্ত্রী-এমপিরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে কুমিল্লার দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চবিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন হাসনাত। শিক্ষার্থীদের সামনে তিনি সমাজের এই অন্ধকার চিত্র তুলে ধরেন।

হাসনাত বলেন, “যারা আজ দুর্নীতি করছে, তারাও একদিন তোমাদের মতো স্কুলের বেঞ্চে বসেছিল। কিন্তু তারা সঠিক শিক্ষা পায়নি।” তিনি যোগ করেন, “দুর্নীতিবাজদের দেখো। তারা শিক্ষিত, ভালো রেজাল্ট করেছে, নামী বিশ্ববিদ্যালয়ে পড়েছে। কিন্তু মূল্যবোধের অভাবে তারা এই পথে গেছে।” তার কথায় শিক্ষার গভীরতা নিয়ে প্রশ্ন ওঠে।

তিনি একটি উদাহরণ দেন। “রিকশাওয়ালার পদ্মা সেতুতে দুর্নীতির সুযোগ নেই। কিন্তু যার সুযোগ আছে, সে যদি দুর্নীতি না করে, সেই প্রকৃত সৎ।” তিনি বলেন, “সুযোগ না পাওয়া আর সুযোগ পেয়েও না করার মধ্যে বড় তফাৎ। যে ‘না’ বলতে পারে, সেই শ্রেষ্ঠ।”

শিক্ষার্থীদের দিকে তাকিয়ে হাসনাত বলেন, “শিক্ষকেরা কখনো দুর্নীতি শেখান না। তোমাদের নিজে থেকে সৎ হতে হবে।” তিনি জোর দিয়ে বলেন, “যোগ্যতার আগে ভালো মানুষ হও। সমাজে যখন ঢাবি, বুয়েট বা চুয়েটের ছাত্র হিসেবে পরিচয় পাবে, তখন সবাই তোমাদের দিকে তাকাবে। এখন থেকে নিজেকে গড়ে তোলো।” তার কথায় শিক্ষার্থীরা গভীরভাবে ভাবতে শুরু করে।

তিনি এসএসসি পরীক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, “এটা তোমাদের জীবনের একটা ধাপ। যত ভালো প্রস্তুতি নেবে, ভবিষ্যৎ তত সহজ হবে।” তিনি শিক্ষার্থীদের উৎসাহ দিয়ে বলেন, “তোমরা দেশের ভবিষ্যৎ। সমাজের দায়িত্ব তোমাদের কাঁধে আসবে। এখন থেকে আদর্শ গড়ে তুলো।”

অনুষ্ঠানে শিক্ষার্থীরাও হাসনাতের কথায় মুগ্ধ। একজন ছাত্র বলেন, “স্যারের কথা আমাদের চোখ খুলে দিয়েছে। আমরা সৎ থাকার চেষ্টা করব।” আরেকজন বলেন, “দুর্নীতির এই চিত্র শুনে ভয় লাগে। আমরা এমন হতে চাই না।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মো. মোশাররফ হোসাইন। সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান মজুমদার। আরও বক্তব্য দেন সাবেক সহকারী প্রধান শিক্ষক মো. আবদুস সবুর খান, সাবেক শিক্ষক মো. জামাল, মো. কবির এবং বর্তমান শিক্ষক মো. আজিজুল ইসলাম ও বোরহান উদ্দিন।

হাসনাতের বক্তব্যে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান স্পষ্ট। তিনি বলেন, “এই ১৬ বছরে দেশ লুটপাটের শিকার হয়েছে। এটা বন্ধ করতে হবে।” তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান, “তোমরাই পারবে এই পরিবর্তন আনতে।”

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত