ইলন মাস্ক ৩৩ বিলিয়ন ডলারে ‘এক্স’ বিক্রি করলেন এক্সএআই-এর কাছে
মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক তার মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’ (সাবেক টুইটার) কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি এক্সএআই-এর কাছে ৩৩ বিলিয়ন ডলারে বিক্রি করেছেন। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় তিনি ঘোষণা দেন যে, এক্স এখন এক্সএআই-এর অধীনে পরিচালিত হবে।
২০২২ সালে মাস্ক ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনেছিলেন। বর্তমানে এক্স-এর গ্রাহক সংখ্যা ৬০ কোটি এবং এর বাজারমূল্য ৩৩ বিলিয়ন ডলার। অন্যদিকে, এক্সএআই-এর বাজারমূল্য ৮০ বিলিয়ন ডলার। এই চুক্তির ফলে এক্স-এর ১২ বিলিয়ন ডলারের ঋণ এখন এক্সএআই বহন করবে।
মাস্ক এক্সে পোস্ট করে জানিয়েছেন, এক্সএআই এবং এক্স-এর ভবিষ্যৎ একে অপরের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। এই সংযুক্তির ফলে এক্সএআই-এর উন্নত এআই প্রযুক্তি এক্স-এর বিশাল ব্যবহারকারী ভিত্তির সঙ্গে একীভূত হয়ে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। ইতোমধ্যেই এক্সএআই-এর এআই চ্যাটবট ‘Grok’ এক্স-এর সঙ্গে একীভূত হয়েছে।
যদিও মাস্ক এখনো এক্স প্ল্যাটফর্মের জন্য বড় কোনো পরিবর্তনের ঘোষণা দেননি, তবে তার ভাষ্যমতে, এক্স এবং এক্সএআই-এর এই সমন্বয় ব্যবহারকারীদের জন্য আরও উন্নত ও কার্যকর অভিজ্ঞতা সৃষ্টি করবে। সম্মিলিতভাবে কোম্পানির বাজারমূল্য দাঁড়াবে ৮০ বিলিয়ন ডলার।
২০২২ সালে টুইটার কেনার পর মাস্ক বেশ কিছু বড় পরিবর্তন এনেছিলেন, যার ফলে কিছু বিজ্ঞাপনদাতা প্ল্যাটফর্ম থেকে সরে যায়। তিনি কোম্পানির ৮০ শতাংশ কর্মী ছাঁটাই করেন এবং প্ল্যাটফর্মের নীতিমালায় ব্যাপক পরিবর্তন আনেন।