বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ অনিশ্চয়তায়, তবে আশাবাদী বিসিবি
আগামী ২৫ মে থেকে শুরু হওয়ার কথা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ওয়ানডের পরিবর্তে দুই দেশই সংক্ষিপ্ত সংস্করণের সিরিজে অংশ নিতে সম্মত হয়েছিল। তবে ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতের ফলে এই সিরিজ নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে পাকিস্তানের মাটিতে সিরিজ আয়োজন নিয়েও উঠেছে প্রশ্ন। তারপরও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিরিজটি আয়োজন নিয়ে এখনো আশাবাদী।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) যে সূচি ঘোষণা করেছে, তাতে দেখা যায়, সিরিজ শুরু হবে ২৫ মে। দ্বিতীয় ম্যাচ হবে ২৭ মে—এই দুটি ম্যাচই আয়োজিত হওয়ার কথা ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে, যেখানে ২০০৮ সালের এপ্রিলের পর প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট ফেরার কথা। দীর্ঘ ১৭ বছর পর সেই স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে উচ্ছ্বসিত ছিল পিসিবি।
তবে ভারত-পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার কারণে পরিস্থিতি দ্রুত বদলে যায়। এই সংকটের ফলে সিরিজটি নির্ধারিত সময়ে আয়োজনে শঙ্কা তৈরি হয়। বিসিবি সভাপতি ফারুক আহমেদও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। যদিও পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন ঘটে গতকাল থেকে—যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, বন্ধ হয়েছে সামরিক উত্তেজনা।
রোববার সকালে ঢাকা পোস্ট-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিবি সভাপতি বলেন, “পাকিস্তানেই হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন তো ওদের সব বন্ধ হয়েছে (ভারত-পাকিস্তান উত্তেজনা)। আমরা দুবাইয়ে যাচ্ছি, সেখানে দুটি ম্যাচ হওয়ার পর বুঝতে পারব কী অবস্থা। পাকিস্তান সিরিজ নিয়ে আশাবাদী, ইনশা-আল্লাহ।”
এদিকে পাকিস্তানের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল একই সংকটের কারণে। যুদ্ধবিরতির পর আবারও লিগটি আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে, যদিও এখনও নতুন সূচি প্রকাশিত হয়নি। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী পিএসএলের ফাইনাল হওয়ার কথা ছিল ১৮ মে, কিন্তু স্থগিত হওয়ার পর সেটি সময়মতো অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা কম বলেই ধারণা করা হচ্ছে।
এই পরিস্থিতির প্রেক্ষিতে বাংলাদেশ-পাকিস্তান সিরিজও হয়তো কিছুটা পিছিয়ে যেতে পারে বলে ইঙ্গিত মিলেছে, যদিও এখনো আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করা হয়নি। বিসিবি আপাতত পরিস্থিতির ওপর নজর রেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে।