আর্জেন্টিনা ম্যাচের আগে বড় ধাক্কায় ব্রাজিল
ফিফা মার্চ উইন্ডোতে জয় দিয়ে শুরু করেছিল বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল সেলেসাওরা। ইতোমধ্যেই চোটের কারণে ছিটকে গেছেন গোলরক্ষক এডারসন মোরায়েস, এবার সেই তালিকায় যোগ হলেন প্রধান গোলরক্ষক অ্যালিসন বেকারও।
শুক্রবার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছিল ব্রাজিল। তবে ম্যাচের ৭১তম মিনিটে কলম্বিয়ার ড্যাভিনসন সানচেজের সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত পান অ্যালিসন, ফলে তাকে মাঠ ছাড়তে হয়। ম্যাচের শেষ অংশে ব্রাজিলের গোলবার সামলান ম্যাথিয়াস বেন্তো।
শুধু অ্যালিসনই নন, কলম্বিয়া ম্যাচের ২৮ মিনিটেই চোটের কারণে মাঠ ছাড়েন মিডফিল্ডার গার্সন। এছাড়া দুই হলুদ কার্ডের জন্য আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারবেন না গ্যাব্রিয়েল মাগালায়েস ও ব্রুনো গুইমারেস। সব মিলিয়ে চারটি পরিবর্তন আনতে বাধ্য হয়েছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র।
নতুন করে দলে জায়গা পেয়েছেন মিডফিল্ডার জোয়াও গোমেজ ও এডারসন, ডিফেন্ডার ভেরালদো এবং গোলরক্ষক ওয়েভারটন। এর আগে স্কোয়াড ঘোষণার পর চোটের কারণে ছিটকে গেছেন নেইমার জুনিয়র, দানিলো ও এডারসন। এছাড়া দলের বাইরে রয়েছেন এডার মিলিটাও ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লির মতো গুরুত্বপূর্ণ তারকারা।
কলম্বিয়াকে হারিয়ে ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠেছিল ব্রাজিল, তবে ইকুয়েডর ভেনেজুয়েলাকে হারিয়ে তাদের এক ধাপ নামিয়ে দিয়েছে। শীর্ষে থাকা আর্জেন্টিনা সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে বিশ্বকাপে এক পা দিয়ে রেখেছে। মঙ্গলবার ব্রাজিলকে হারাতে পারলেই আনুষ্ঠানিকভাবে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে তারা।