শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫| সন্ধ্যা ৭:২০

বাংলাদেশ ক্রিকেটে ছায়া কোচিং প্যানেলের প্রস্তাব দিলেন সুজন

প্রতিবেদক
staffreporter
মার্চ ১৭, ২০২৫ ১১:১৯ পূর্বাহ্ণ
বাংলাদেশ ক্রিকেটে ছায়া কোচিং প্যানেলের প্রস্তাব দিলেন সুজন

বাংলাদেশ ক্রিকেটে ছায়া কোচিং প্যানেলের প্রস্তাব দিলেন সুজন

বর্তমানে বাংলাদেশ ক্রিকেটে দেশি কোচদের ভূমিকা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সাবেক ক্রিকেটার ও কোচরা নিবেদিতভাবে দেশের ক্রিকেটের উন্নয়নে কাজ করছেন। দীর্ঘদিন পর জাতীয় দলে দেশি কোচদের অন্তর্ভুক্ত করা হয়েছে, পাশাপাশি বিসিবির পরিচালক পদেও যুক্ত হয়েছেন নাজমুল আবেদিন ফাহিমের মতো অভিজ্ঞ কোচ।

তবে দেশি কোচদের জন্য একটি বিশেষ প্রস্তাব দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। গতকাল মিরপুরে গুলশান ক্রিকেট ক্লাবের কোচ হিসেবে তিনি জানান, বাংলাদেশ ক্রিকেটে প্রধান কোচের অধীনে একটি ছায়া কোচিং টিম থাকা উচিত।

সুজন বলেন, ‘প্রধান কোচের পাশাপাশি আরও একটি ছায়া কোচিং টিম দরকার। যারা জাতীয় দলের কোচিং স্টাফের সঙ্গে কাজ করবে এবং তাদের সহায়তা করবে। যখন জাতীয় দল সফরে যাবে, তখন এই কোচিং টিম দেশে থাকা খেলোয়াড়দের পরিচর্যা করবে।’

তিনি ব্যাখ্যা করেন, জাতীয় দলে ১৫ জনের স্কোয়াড থাকলেও আরও ১৫ জন খেলোয়াড়কে প্রস্তুত রাখতে হয়, কারণ অফ-ফর্ম ও ইনজুরির মতো সমস্যার কারণে সবসময় বিকল্প খেলোয়াড়দের প্রয়োজন হয়।

এছাড়া নিজের ভবিষ্যৎ কোচিং ক্যারিয়ার নিয়ে সুজন বলেন, ‘বিসিবি হয়তো আমাকে বড় কোনো কোচিং দায়িত্বের জন্য যোগ্য মনে করে না। তবে আমি এটা নিয়ে চিন্তিত নই। যদি কখনো বিসিবি ডাকে, তখন ভাবব। বাংলাদেশে এখন তরুণ কোচদের একটা ভালো ধারা তৈরি হয়েছে, তাই আমাদের সবার ওপর বিশ্বাস রাখা উচিত।’

এছাড়া বিসিবির কেন্দ্রীয় চুক্তি নিয়েও সুজন মত প্রকাশ করেন। তিনি বলেন, ‘শামীম পাটোয়ারির মতো ক্রিকেটারদের কেন চুক্তিতে রাখা হয়নি, সেই প্রশ্ন আসছে। কিন্তু আমার মতে, ১৫ জন ক্রিকেটারকে বিসিবির অধীনে রেখে নিয়মিত অনুশীলন করানো উচিত। তাদের স্কাউটিং, ডায়েট, পারফরম্যান্স পর্যবেক্ষণের মাধ্যমে ভবিষ্যতের জাতীয় দল গঠন করা সহজ হবে।’

সুজনের এই প্রস্তাব বাস্তবায়ন হলে দেশি কোচদের উন্নতির পাশাপাশি জাতীয় দলের ভবিষ্যৎ খেলোয়াড়দের প্রস্তুতি আরও মজবুত হবে বলে মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত