শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫| সন্ধ্যা ৭:০৯

আবারও ইনজুরিতে নেইমার, ছিটকে গেলেন ব্রাজিল স্কোয়াড থেকে

প্রতিবেদক
staffreporter
মার্চ ১৫, ২০২৫ ১১:২৯ পূর্বাহ্ণ
আবারও ইনজুরিতে নেইমার, ছিটকে গেলেন ব্রাজিল স্কোয়াড থেকে

আবারও ইনজুরিতে নেইমার, ছিটকে গেলেন ব্রাজিল স্কোয়াড থেকে

নেইমার জুনিয়র যেন ফুটবলের চেয়ে চোটের সঙ্গেই বেশি অভ্যস্ত হয়ে উঠেছেন! এক বছরেরও বেশি সময় ধরে ব্রাজিলের জার্সিতে মাঠে নামতে পারেননি তিনি। চলতি মাসেই তার জাতীয় দলে প্রত্যাবর্তনের কথা থাকলেও, শেষ মুহূর্তে আবারও ছিটকে গেলেন এই ব্রাজিলিয়ান তারকা।

বিশ্বকাপ বাছাইপর্বেও অনুপস্থিত নেইমার

নেইমারকে নিয়ে পরিকল্পনা সাজিয়েছিল ব্রাজিল, কারণ কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে এ মাসে। স্কোয়াডেও ছিলেন তিনি। কিন্তু শেষ মুহূর্তে চোটের কারণে দলে পরিবর্তন আনতে হয়। নেইমারের পরিবর্তে ডাকা হয়েছে তরুণ ফরোয়ার্ড এনদ্রিককে।

ইনজুরির ইতিহাস ও ফেরার চেষ্টা

সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের হয়ে মাঠে নেমেছিলেন নেইমার। সেই ম্যাচে গুরুতর চোট পেয়ে এক বছরের বেশি সময় মাঠের বাইরে থাকতে হয় তাকে। তবে সম্প্রতি তিনি ক্লাব ফুটবলে ফিরেছিলেন।

আল হিলাল ছেড়ে সান্তোসে ফিরে ব্রাজিলিয়ান লিগে ৭টি ম্যাচ খেলেছেন, করেছেন ৩টি গোল ও ৩টি অ্যাসিস্ট। তার ছন্দে ফেরার লক্ষ্যে অগ্রগতি হচ্ছিল, কিন্তু নতুন করে ইনজুরিতে পড়ায় আবারও ছিটকে গেলেন তিনি।

কীভাবে চোট পেলেন?

গত ২ মার্চ ব্রাগান্তিনোর বিপক্ষে সান্তোসের হয়ে খেলার সময় পেশিতে চোট পান নেইমার। এরপরই মেডিকেল টিম পরীক্ষা করে নিশ্চিত করে যে, তিনি আসন্ন দুই ম্যাচে খেলতে পারবেন না।

ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) ঘোষণা

ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র জানিয়েছেন, নেইমারের পাশাপাশি দানিলো ও এদেরসনও চোটের কারণে স্কোয়াড থেকে বাদ পড়েছেন। তাদের বদলে লুকাস পেরি, অ্যালেক্স সান্দ্রো ও এনদ্রিককে দলে ডাকা হয়েছে।

নেইমারের এই চোট তার ক্যারিয়ারের জন্য কতটা বড় ধাক্কা, সেটাই এখন ফুটবলবিশ্বের আলোচনার বিষয়।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি