মঙ্গলবার, ১১ই মার্চ, ২০২৫| রাত ৪:২৩

মোহাম্মদপুরে যৌথ বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত: পুলিশ

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ২০, ২০২৫ ৭:০৩ অপরাহ্ণ
মোহাম্মদপুরে যৌথ বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত: পুলিশ

মোহাম্মদপুরে যৌথ বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত: পুলিশ

রাজধানীর মোহাম্মদপুরে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার এসআই আব্দুল মোমিন এই তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনাটি ঘটেছে বসিলা ৪০ ফিট এলাকায়, যেখানে যৌথ বাহিনী অভিযান চালাচ্ছিল। অভিযানের সময় সন্ত্রাসীরা এলোপাথাড়ি গুলি চালালে যৌথ বাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালায়, এবং দুই থেকে তিন মিনিটের মধ্যে গুলি বিনিময় হয়। এ সময় পাঁচজন সন্ত্রাসী আত্মসমর্পণ করে, তবে তাদের দুই সহযোগী সন্ত্রাসী গুলিবিদ্ধ অবস্থায় নিহত হয়।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে যৌথ বাহিনীর কোনো সদস্য গুলিবিদ্ধ হয়নি। অভিযানে আরও পাঁচজন সন্ত্রাসী গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি রিভলভার এবং কিছু গুলি উদ্ধার করা হয়েছে।

এসআই মোমিন জানান, ‘চাঁদ উদ্যানের লাউতলায় শীর্ষ সন্ত্রাসীরা বৈঠক করছে এমন খবর পেয়ে যৌথ বাহিনী সেখানে অভিযান চালায়।’

তিনি আরও জানান, এই ঘটনায় যৌথ বাহিনী শুক্রবার একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত তথ্য জানাবে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ