শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫| সন্ধ্যা ৭:১১

সিরিয়ার আলেপ্পোর অর্ধেক দখলে বিদ্রোহীরা, সরকারি বাহিনীর বিরুদ্ধে বড় সাফল্য

প্রতিবেদক
staffreporter
নভেম্বর ৩০, ২০২৪ ৮:৪৩ পূর্বাহ্ণ
সিরিয়ার আলেপ্পোর অর্ধেক দখলে বিদ্রোহীরা, সরকারি বাহিনীর বিরুদ্ধে বড় সাফল্য

সিরিয়ার আলেপ্পোর অর্ধেক দখলে বিদ্রোহীরা, সরকারি বাহিনীর বিরুদ্ধে বড় সাফল্য

সিরিয়ার বিদ্রোহীরা দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর অর্ধেকেরও বেশি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর)। এটি গত কয়েক বছরের মধ্যে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহীদের সবচেয়ে বড় সাফল্য।

শুক্রবার সন্ধ্যায় এসওএইচআর জানায়, বিদ্রোহীরা আলেপ্পোর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় প্রবেশ করেছে। বিদ্রোহীদের এই অগ্রযাত্রায় ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠী হায়াত তাহরির আল-শামস (এইচটিএস)-এর বড় ভূমিকা রয়েছে। তাদের সঙ্গে সম্পৃক্ত একটি চ্যানেলে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, বিদ্রোহী যোদ্ধারা গাড়িতে করে শহরের ভেতরে টহল দিচ্ছে।

বিবিসি ভিডিও ফুটেজ যাচাই করে জানিয়েছে, আলেপ্পোর পশ্চিমাঞ্চল ও শহরতলীর বিভিন্ন এলাকা বিদ্রোহীদের দখলে গেছে। তবে ২০১৬ সালে এই শহরটি বিদ্রোহীদের থেকে পুনর্দখল করেছিল সরকারি বাহিনী। এর পর থেকে এটি বিদ্রোহীদের জন্য উল্লেখযোগ্য কোনো লড়াইয়ের ক্ষেত্র ছিল না।

সরকারি বাহিনী জানায়, বুধবার এইচটিএস ও তাদের সহযোগীদের হামলার পর আলেপ্পো ও ইদলিবের কয়েকটি এলাকা পুনর্দখল করেছে তারা। তবে বিদ্রোহীদের অগ্রযাত্রা থামাতে সরকারি বাহিনীকে ব্যাপক প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত