সোমবার, ১০ই মার্চ, ২০২৫| রাত ৮:০৭

গাজাবাসীর পক্ষে আবারও গর্জে উঠলেন এরদোয়ান

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ৫:৩৮ অপরাহ্ণ
গাজাবাসীর পক্ষে আবারও গর্জে উঠলেন এরদোয়ান

গাজাবাসীর পক্ষে আবারও গর্জে উঠলেন এরদোয়ান

গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বরাবরই সরব ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। এর আগে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজার কষাই বলে আখ্যা দিয়েছিলেন। ইসরায়েলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বহু আগেই ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছেন। এবার তিনি গাজাবাসীর পক্ষে দাঁড়িয়ে ইসরায়েলের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন।

এরদোয়ান বলেছেন, “কোনো শক্তিই গাজাবাসীকে তাদের চিরন্তন মাতৃভূমি থেকে বের করে দিতে পারবে না। কারণ গাজা, অধিকৃত পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং আল কুদস ফিলিস্তিনিদের।” তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা কিনে নেওয়া কিংবা পুনর্গঠনের নামে ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনা প্রত্যাখান করেন।

তিনি আরও বলেন, “হাজার হাজার বছর ধরে চলে আসা গাজার জনগণকে তাদের চিরন্তন মাতৃভূমি থেকে সরিয়ে নেওয়ার ক্ষমতা কারও নেই।” সম্প্রতি, গাজা পুনর্গঠনের নামে ফিলিস্তিনিদের অন্য জায়গায় পাঠানোর পরিকল্পনা ঘোষণা করেছেন ট্রাম্প। কিন্তু হামাস যোদ্ধা ও ফিলিস্তিনের সাধারণ জনগণ সেই প্রস্তাব তীব্র ভাষায় প্রত্যাখান করেছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ