মঙ্গলবার, ১১ই মার্চ, ২০২৫| ভোর ৫:০৩

এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় পর্বের জন্য বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড ঘোষণা

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ১০:০১ পূর্বাহ্ণ
এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় পর্বের জন্য বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড ঘোষণা

এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় পর্বের জন্য বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড ঘোষণা

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা ৩৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় পর্বের জন্য। স্কোয়াডে হামজা চৌধুরী থাকবেন, যা আগে থেকেই জানা ছিল। তবে কাবরেরা নতুন চমক হিসেবে ১৮ বছর বয়সী ইতালি প্রবাসী মিডফিল্ডার ফাহামেদুল ইসলামকে ট্রায়াল দলে সুযোগ দিয়েছেন।

ফাহামেদুল ইসলাম ইতালির চতুর্থ স্তরের ক্লাব ওলবিয়া সেলসিওর হয়ে খেলে থাকেন। ফেনীতে জন্ম নেয়া ফাহামেদুল খুব ছোট বয়সে বাবা-মায়ের সাথে ইতালি চলে যান। এই তরুণ ফুটবলারের উপর নজর রাখছেন কোচ কাবরেরা।

অন্যদিকে, হামজা চৌধুরী এখন দেশের ফুটবল অঙ্গনে সবচেয়ে আলোচিত নাম। ইংল্যান্ডে জন্মগ্রহণ করা হামজা বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার মেয়ে-জন্ম মা’র সন্তান। তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের লেস্টার সিটিতে খেলা প্রথম বাংলাদেশি ফুটবলার। বর্তমানে তিনি শেফিল্ড ইউনাইটেডে খেলছেন।

এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের বিপক্ষে দেশের জার্সিতে মাঠে নামার সুযোগ পেয়েছেন হামজা, যেটি মার্চে হতে পারে। এছাড়া, নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য মালদ্বীপের বিপক্ষে ছিলেন না, তবে তাকে স্কোয়াডে ফিরিয়ে আনা হয়েছে।

এবার স্কোয়াডে রহমতগঞ্জের নবীব নেওয়াজ জীবন জায়গা পাননি, যদিও তিনি ভালো পারফর্ম করেছেন। স্কোয়াডে মোট ১৪ ফুটবলার বসুন্ধরা কিংস থেকে, ৮ ফুটবলার আবাহনী এবং ৬ ফুটবলার মোহামেডান থেকে রয়েছেন।

৩৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড:

গোলকিপার:
মিতুল মারমা, সুজন হোসেন, আনিসুর রহমান জিকো, মেহেদী হাসান শ্রাবণ, সাকিব আল হাসান।

ডিফেন্ডার:
মুরাদ হাসান, মেহেদী হাসান, শাকিল আহাদ তপু, রহমত মিয়া, শাকিল হোসেন, ইশা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা, ইয়াসিন খান, জাহিদ হাসান শান্ত।

মিডফিল্ডার:
মোহাম্মদ হৃদয়, পাপন সিং, সৈয়দ শাহ কাজেম কিরমানি, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা, চন্দন রায়, মজিবর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী।

ফরোয়ার্ড:
ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, রাব্বি হোসেন রাহুল, রফিকুল ইসলাম, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পিয়াস আহমেদ নোভা, ফাহামেদুল ইসলাম।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ