কানাডার সম্পদে নজর ট্রাম্পের: ট্রুডো
প্রাকৃতিক সম্পদের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজর কানাডার দিকে বলে অভিযোগ করেছেন কানাডার ইস্তফা দেওয়া প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। টরন্টোয় এক দিনের কানাডা-আমেরিকা অর্থনৈতিক বৈঠকে তিনি বলেন, ট্রাম্প যে কোনো দিন ফের শুল্ক আরোপ করতে পারেন, যা এড়াতে দুই দেশের মধ্যে সুদৃঢ় বোঝাপড়া থাকা জরুরি।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ৩০ দিনের জন্য কানাডার পণ্যের ওপর ২৫% শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত রেখেছে। তবে ট্রুডোর দাবি, দীর্ঘদিন ধরে কানাডার প্রাকৃতিক সম্পদ ও খনিজের ওপর যুক্তরাষ্ট্রের বিশেষ নজর রয়েছে। ট্রাম্প এই সম্পদ নিজের দখলে নিতে চান এবং অর্থনৈতিকভাবে কানাডাকে দুর্বল করতে নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা করছেন।
ট্রুডোর ভাষায়, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উন্নয়নের পরিবর্তে ট্রাম্প প্রশাসন বরং দখলদারিত্বকেই সহজ পথ হিসেবে দেখছে। তিনি আরও বলেন, আমেরিকার এই পদক্ষেপ কানাডার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
এদিকে, কানাডার পার্লামেন্টে প্রথম শিখ সেনেটর হিসেবে যোগ দিয়েছেন বলতেজ সিং ঢিঁলো। তিনি রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের প্রথম শিখ কর্মকর্তা ছিলেন। সেনেটর পদে নিযুক্ত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রুডোকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।