চীনে ভয়াবহ ভূমিধস, নিখোঁজ অন্তত ৩০
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভয়াবহ ভূমিধসের ঘটনায় অন্তত ৩০ জন নিখোঁজ হয়েছেন। সিচুয়ান প্রদেশের জিনপিং গ্রামে স্থানীয় সময় শনিবার সকাল ১১টা ৫০ মিনিটে এ দুর্যোগ ঘটে। ভূমিধসের কারণে ১০টি বাড়ি চাপা পড়েছে এবং বহু বাসিন্দা আটকে পড়েছেন।
এ ঘটনায় দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং শতাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পরপরই কাউন্টির জরুরি ব্যবস্থাপনা ব্যুরো ঘটনাস্থলে একটি কমান্ড সেন্টার স্থাপন করেছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের দ্রুত উদ্ধারের নির্দেশ দিয়েছেন।
রাষ্ট্রীয় মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা গেছে, একটি খাড়া পাহাড় থেকে কাদা ও পাথরের বিশাল ধস নেমে একটি ছোট গ্রামকে গ্রাস করেছে। উদ্ধারকাজে শত শত জরুরি কর্মী নিযুক্ত রয়েছে। এখন পর্যন্ত প্রায় ২০০ জনকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং সম্ভাব্য ভূতাত্ত্বিক ঝুঁকি মূল্যায়নের জন্য আশপাশের অঞ্চলে তদন্তের নির্দেশ দিয়েছেন। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গ্রামবাসীরা গত ছয় মাস ধরে পাহাড় থেকে বড় বড় পাথর গড়িয়ে পড়তে দেখেছেন।
চীনের দক্ষিণ-পশ্চিমের দুর্গম পাহাড়ি এলাকায় ভূমিধসের প্রবণতা বেশি। এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে ইউনান প্রদেশে আরেকটি ভূমিধসে বহু মানুষ প্রাণ হারিয়েছিলেন। ১১ বছর আগে একই অঞ্চলে পৃথক এক ভূমিধসে অন্তত ১৮ জন নিহত হয়েছিলেন।