শীর্ষে থেকেই বছর শেষ করবে আর্জেন্টিনা
কাতার বিশ্বকাপের পর থেকে ধারাবাহিকভাবে ভালো খেলছে আর্জেন্টিনা। তবে বছরের শেষ আন্তর্জাতিক সূচিতে প্রত্যাশিত সাফল্য না পেলেও, লিওনেল মেসির নেতৃত্বে বিশ্বচ্যাম্পিয়নরা ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে। গতকাল (বৃহস্পতিবার) ফিফার প্রকাশিত বছরের শেষ র্যাঙ্কিং তালিকায় আর্জেন্টিনা শীর্ষে রয়েছে।
এই মাসে প্যারাগুয়ের মাঠে ২-১ গোলে হেরে ধাক্কা খায় তারা। তবে ঘরের মাঠে পেরুকে ১-০ গোলে হারিয়ে কিছুটা ঘুরে দাঁড়ায়। এ ফলাফলে তাদের রেটিং পয়েন্ট কিছুটা কমলেও অবস্থানে কোনো পরিবর্তন হয়নি।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স। তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে রয়েছে স্পেন এবং ইংল্যান্ড, যারা নিজেদের শেষ ম্যাচগুলোতে জয় পায়। পঞ্চম স্থানে রয়েছে ব্রাজিল। ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে ড্র করায় ব্রাজিলের অবস্থান অপরিবর্তিত।
পর্তুগাল এক ধাপ এগিয়ে ছয়ে এবং নেদারল্যান্ডস সপ্তম স্থানে উঠে এসেছে। তবে বেলজিয়াম দুই ধাপ নেমে অষ্টম স্থানে গেছে। নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে ইতালি এবং জার্মানি।