সারাদেশে ট্রেন চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির কর্মবিরতির কারণে দেশের ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়েছে। রাজধানীসহ বিভিন্ন স্টেশনে যাত্রীরা ভোগান্তির মুখে পড়ছেন। রানিং স্টাফরা মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন ও আনুতোষিক প্রদানের দাবিতে কর্মসূচি অব্যাহত রেখেছেন।
কমলাপুর স্টেশন থেকে সোমবার মধ্যরাতের পর কোনো ট্রেন ছেড়ে যায়নি বলে স্টেশন মাস্টার জানিয়েছেন। অনেক যাত্রী এসে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, যাত্রীদের পূর্বে ক্রয়কৃত টিকেটের টাকা ফেরত দেওয়া হবে।
রেলওয়ের রানিং স্টাফদের সংগঠনের নেতারা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন। রানিং স্টাফরা দীর্ঘদিন ধরে মাইলেজ সুবিধাসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছেন। ২০২২ সালে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনায় রানিং অ্যালাউন্স ও পেনশন সুবিধা বাতিলের পর থেকে তাদের অসন্তোষ বেড়েছে।
সোমবার রেলপথ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের আহ্বান জানানো হলেও আন্দোলনকারীরা তাতে যোগ দেননি। তারা আরও সময় দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। রানিং স্টাফদের বক্তব্য, তাদের দাবিগুলো অবিলম্বে বাস্তবায়ন করা না হলে তারা কর্মসূচি থেকে সরে আসবেন না।
রেলওয়ের রানিং স্টাফরা সারাদেশে ট্রেন চালানোর সঙ্গে সরাসরি জড়িত। এদের দৈনিক কাজের সময় ৮ ঘণ্টা হলেও বাস্তবে তা প্রায় ১৫-১৮ ঘণ্টা হয়ে দাঁড়ায়। আগে তারা অতিরিক্ত আর্থিক সুবিধা পেতেন, যা ২০২২ সালে বাতিল করা হয়। তাদের দাবি, মাইলেজের ভিত্তিতে পূর্বের মতো পেনশন ও ভাতা পুনরায় চালু করতে হবে।
এই আন্দোলনের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে যাত্রী পরিবহনে চরম অচলাবস্থা তৈরি হয়েছে। যাত্রীদের দুর্ভোগ লাঘবে সরকার দ্রুত সমাধানের আশ্বাস দিলেও পরিস্থিতি এখনও অনিশ্চিত।