স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের পক্ষ থেকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) শাহবাগে জাতীয় জাদুঘর সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত অবস্থান কর্মসূচির মাধ্যমে এই আল্টিমেটাম জানানো হয়। শিক্ষকদের দাবি না মানলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক রুহুল আমিন শিক্ষকদের পক্ষে এই আল্টিমেটামের ঘোষণা দেন। তিনি বলেন, “৫ আগস্টের পর টিয়ার গ্যাসের কবর দেওয়া হয়েছে, আর কেন শিক্ষকদের ওপর টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে?” তিনি আরও বলেন, “যদি আজকের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা না দেন, তাহলে শাহবাগ থানা ঘেরাও করা হবে, এবং পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথা সচিবালয় ঘেরাও করার হুঁশিয়ারি দেওয়া হয়।”
রোববার, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের আন্দোলনে পুলিশ লাঠিচার্জ, জলকামান ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে প্রায় ৪০ জন শিক্ষক আহত হন। এদিকে, সোমবার আবারও অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকেরা। আন্দোলন বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা আব্দুল হান্নান হোসেন বলেন, “সরকারের উচ্চ পর্যায়ের একটি টিম আমাদের সঙ্গে দেখা করেছেন এবং তারা জানিয়েছেন যে, আজকের মধ্যে মন্ত্রণালয় থেকে একটি সিদ্ধান্ত আসবে।”
তিনি আরও জানান, “যদি মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত না আসে, তাহলে বড় আন্দোলনের ডাক দেওয়া হতে পারে।”