শুক্রবার, ১৬ই মে, ২০২৫| রাত ৪:০৪

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় তাপসের প্রতিনিধি গ্রেপ্তার

প্রতিবেদক
staffreporter
মে ১৫, ২০২৫ ১০:০৫ অপরাহ্ণ
বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় তাপসের প্রতিনিধি গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় তাপসের প্রতিনিধি গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের বিশেষ প্রতিনিধি এস এম কামাল হায়দারকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৃহস্পতিবার ভোরে রাজধানী ঢাকার একটি এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।

সিআইডি সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট ধানমন্ডি ৩/১ লেকপাড়ে অবস্থিত পাতাম রেস্টুরেন্টের সামনে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে আন্দোলনকারী আব্দুল্লাহ সিদ্দিক নিহত হন। ওই ঘটনার পর ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয় এবং পরে তদন্তভার নেয় সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ।

তদন্তে বিভিন্ন সাক্ষ্য, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে কামাল হায়দারের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। ঘটনার পর তিনি আত্মগোপনে চলে যান। গোপন সূত্রে তথ্য পেয়ে অবশেষে বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেপ্তার করে সিআইডি।

সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন আরও জানান, গ্রেপ্তার হওয়া কামাল হায়দারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। একই সঙ্গে মামলার অন্য অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ