শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫| ভোর ৫:৩০

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার

প্রতিবেদক
staffreporter
জানুয়ারি ২৩, ২০২৫ ১১:০৩ পূর্বাহ্ণ
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকায় গতকাল সন্ধ্যায় এক অভিযানে ৭১ জন বাংলাদেশিসহ মোট ১৭৬ জনকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। অতিরিক্ত সময় ধরে অবস্থান এবং বৈধ ভ্রমণ নথি না থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।

কুয়ালালামপুর ইমিগ্রেশন পরিচালক ওয়ান সাউপি ওয়ান ইউসুফ জানিয়েছেন, এই অভিযান সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে শুরু হয়। জনসাধারণের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি ছাড়াও মিয়ানমার, ইন্দোনেশিয়া, নেপাল, পাকিস্তান, মিসর এবং সুদানের নাগরিক রয়েছেন। অভিযানের পর তাদের কুয়ালালামপুর ইমিগ্রেশনের সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে।

সূত্র: ফ্রি মালয়েশিয়া টু ডে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি